Wednesday, August 13, 2025

রাসেলের ব্যাটেই ইতিহাস তৈরি টিম ডেভিডের

Date:

Share post:

আন্দ্রে রাসেলের (Andre Russell) ব্যাটেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিহাস টিম ডেভিডের (Tim David)। অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন টিম ডেভিড (Tim David)। টি টোয়েন্টিতে সেঞ্চুরির ল্যান্ডমার্কে পৌঁছতে সময় নিলেন মাত্র ৩৭টি বল। আর তাতেই কার্যত গোটা বিশ্ব হতবাক। ঐতিহাসিক সেঞ্চুরির পরই প্রকাশ্যে এল আপও এক তথ্য। আন্দ্রে রাসেলের থেকে নেওয়া ব্যাটেই নাকি রেকর্ড গড়লেন টিম ডেভিড।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অজি তারকা টিম ডেভিড। তাঁর সামনে ক্যারিবিয়ান ব্রিগেডের বোলাররা ছিলেন কার্যত অসহায়। রাসেলের ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন। আর তাতেই তৈরি করে ফেললেন ইতিহাসষ। ভেঙে দিলেন তাঁরই সতীর্থ জশ ইঙ্গলিসের সমস্ত রেকর্ড। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি ইনিংস খেললেন তিনি।

টিম ডেভিডের ব্যাট থেকে এদিন শুধুই ছিল চার ও ছয়ের বন্যা। আবার তাঁর ব্যাটে ভর করেই সিরিজও পকেটে পুরে ফেলল অস্ট্রেলিয়া। ম্যাচ শেষেই তাঁর ব্যাটের রহস্য সামনে আনলেন টিম ডেভিড। রাসেলের থেকে নেওয়া ব্যাটেই নাকি সাফল্য।

ডেভিড জানিয়েছেন, “আন্দ্রে রাসেলের ব্যাট প্রায় এক বছর ধরে বয়ে নিয়ে চলেছি আমি। এদিনই আমার মনে হয়েছিল যে এই ম্যাচেই রাসেলের ব্যাট ব্যবহারের উপযুক্ত। পাওয়ার হিটিংয়ে বহু সময় কাটিয়েছি। এবার আমার শট নির্বাচনের দিকেই প্রধান নজর”।

টিম ডেভিডের ৩৭ বলে সেঞ্চুরি ইনিংস সাজানো রয়েছে ছটি চার ও ১১টি ছক্কা দিয়ে। এদিন মাঠে কার্যত ডেভিড ঝড় উঠেছিল। আর তাতেই খরকুটোর মতো উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাঁর ব্যাটে ভর করেই ৬ উইকেটে এই ম্যাচ জিতে নিয়েছে অল্ট্রেলিয়া।

spot_img

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...