রাসেলের ব্যাটেই ইতিহাস তৈরি টিম ডেভিডের

Date:

Share post:

আন্দ্রে রাসেলের (Andre Russell) ব্যাটেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিহাস টিম ডেভিডের (Tim David)। অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন টিম ডেভিড (Tim David)। টি টোয়েন্টিতে সেঞ্চুরির ল্যান্ডমার্কে পৌঁছতে সময় নিলেন মাত্র ৩৭টি বল। আর তাতেই কার্যত গোটা বিশ্ব হতবাক। ঐতিহাসিক সেঞ্চুরির পরই প্রকাশ্যে এল আপও এক তথ্য। আন্দ্রে রাসেলের থেকে নেওয়া ব্যাটেই নাকি রেকর্ড গড়লেন টিম ডেভিড।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অজি তারকা টিম ডেভিড। তাঁর সামনে ক্যারিবিয়ান ব্রিগেডের বোলাররা ছিলেন কার্যত অসহায়। রাসেলের ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন। আর তাতেই তৈরি করে ফেললেন ইতিহাসষ। ভেঙে দিলেন তাঁরই সতীর্থ জশ ইঙ্গলিসের সমস্ত রেকর্ড। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি ইনিংস খেললেন তিনি।

টিম ডেভিডের ব্যাট থেকে এদিন শুধুই ছিল চার ও ছয়ের বন্যা। আবার তাঁর ব্যাটে ভর করেই সিরিজও পকেটে পুরে ফেলল অস্ট্রেলিয়া। ম্যাচ শেষেই তাঁর ব্যাটের রহস্য সামনে আনলেন টিম ডেভিড। রাসেলের থেকে নেওয়া ব্যাটেই নাকি সাফল্য।

ডেভিড জানিয়েছেন, “আন্দ্রে রাসেলের ব্যাট প্রায় এক বছর ধরে বয়ে নিয়ে চলেছি আমি। এদিনই আমার মনে হয়েছিল যে এই ম্যাচেই রাসেলের ব্যাট ব্যবহারের উপযুক্ত। পাওয়ার হিটিংয়ে বহু সময় কাটিয়েছি। এবার আমার শট নির্বাচনের দিকেই প্রধান নজর”।

টিম ডেভিডের ৩৭ বলে সেঞ্চুরি ইনিংস সাজানো রয়েছে ছটি চার ও ১১টি ছক্কা দিয়ে। এদিন মাঠে কার্যত ডেভিড ঝড় উঠেছিল। আর তাতেই খরকুটোর মতো উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাঁর ব্যাটে ভর করেই ৬ উইকেটে এই ম্যাচ জিতে নিয়েছে অল্ট্রেলিয়া।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই  ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস...

কুলদীপ গড়লেন নয়া রেকর্ড, যশস্বীর কাছে মজার আবদার লারার

কুলদীপ যাদবের(Kuldeep Yadav) স্পিনের জালে বন্দি ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারতের বোলিং ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ, সেইসঙ্গে একটি রেকর্ডও...