Friday, December 19, 2025

রাসেলের ব্যাটেই ইতিহাস তৈরি টিম ডেভিডের

Date:

Share post:

আন্দ্রে রাসেলের (Andre Russell) ব্যাটেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিহাস টিম ডেভিডের (Tim David)। অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন টিম ডেভিড (Tim David)। টি টোয়েন্টিতে সেঞ্চুরির ল্যান্ডমার্কে পৌঁছতে সময় নিলেন মাত্র ৩৭টি বল। আর তাতেই কার্যত গোটা বিশ্ব হতবাক। ঐতিহাসিক সেঞ্চুরির পরই প্রকাশ্যে এল আপও এক তথ্য। আন্দ্রে রাসেলের থেকে নেওয়া ব্যাটেই নাকি রেকর্ড গড়লেন টিম ডেভিড।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অজি তারকা টিম ডেভিড। তাঁর সামনে ক্যারিবিয়ান ব্রিগেডের বোলাররা ছিলেন কার্যত অসহায়। রাসেলের ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন। আর তাতেই তৈরি করে ফেললেন ইতিহাসষ। ভেঙে দিলেন তাঁরই সতীর্থ জশ ইঙ্গলিসের সমস্ত রেকর্ড। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি ইনিংস খেললেন তিনি।

টিম ডেভিডের ব্যাট থেকে এদিন শুধুই ছিল চার ও ছয়ের বন্যা। আবার তাঁর ব্যাটে ভর করেই সিরিজও পকেটে পুরে ফেলল অস্ট্রেলিয়া। ম্যাচ শেষেই তাঁর ব্যাটের রহস্য সামনে আনলেন টিম ডেভিড। রাসেলের থেকে নেওয়া ব্যাটেই নাকি সাফল্য।

ডেভিড জানিয়েছেন, “আন্দ্রে রাসেলের ব্যাট প্রায় এক বছর ধরে বয়ে নিয়ে চলেছি আমি। এদিনই আমার মনে হয়েছিল যে এই ম্যাচেই রাসেলের ব্যাট ব্যবহারের উপযুক্ত। পাওয়ার হিটিংয়ে বহু সময় কাটিয়েছি। এবার আমার শট নির্বাচনের দিকেই প্রধান নজর”।

টিম ডেভিডের ৩৭ বলে সেঞ্চুরি ইনিংস সাজানো রয়েছে ছটি চার ও ১১টি ছক্কা দিয়ে। এদিন মাঠে কার্যত ডেভিড ঝড় উঠেছিল। আর তাতেই খরকুটোর মতো উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাঁর ব্যাটে ভর করেই ৬ উইকেটে এই ম্যাচ জিতে নিয়েছে অল্ট্রেলিয়া।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...