Wednesday, August 20, 2025

দেশে ফেরার আগে আবেগঘন বার্তা ঋষভ পন্থের

Date:

Share post:

দেশে ফেরার আগে ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা ঋষভ পন্থের(Rishabh Pant)। চোটের কারণে পঞ্চম টেস্টে খেলতে পারবেন না তিনি। দলের থেকে আলাদা হওয়ার সময়ই আবেগতাড়িত ঋষভ পন্থ (Rishabh Pant)। আর মাত্র একটা টেস্ট বকি রয়েছে। সেই টেস্ট জিততে পারলে সিরিজ ড্র করবে ভারত। সতীর্থদের থেকে আলাদা হওয়ার সময় সেই বার্তাই দিলেন ঋষভ পন্থ। ব্রিটিশ বাহিনীকে হারিয়েই যেন তারা মাঠ ছাড়েন, আবেগতাড়িত বার্তা পন্থের।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ঋষভ পন্থ। প্রতিটি টেস্টেই ঋষভ পন্থের ব্যাট থেকে এসেছে বড় রান। চতুর্থ টেস্টেও শুরুটা পন্থ ভালোভাবেই করেছিলেন। কিন্তু এরপরই যত বিপত্তি। পায়ের পাতায় বড়সড় চোট পেয়েছিলেন তিনি। এরপরই পায়ের পাতায় চিঁড় ধরেছিল ঋষভ পন্থের। এরপরই প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন ঋষভ পন্থ।

যদিও দেশের প্রয়োজনে ম্যাচের শেষ দিন মাঠে নামতেও প্রস্তুত ছিলেন তিনি। সেই কারণে ক্রাচের ভর দিয়েই মাঠে স্টেডিয়ামে এসেছিলেন এই তারকা ক্রিকেটার। যদিও শেষপর্যন্ত তাঁকে আর মাঠে নামতে হয়নি। শেষ টেস্ট ভারতীয় দল ড্র করেছে। এরপরই ভারতীয় দলের উদ্দেশ্যে ঋষভ পন্থের বিশেষ বার্তা। তিনি জানিয়েছেন, “একটাই বার্তা আমি আমার দলের উদ্দেশ্যে বার্তা দিতে চাইব যে তোমরা ম্যাচটা জিতে এসো। দেশের জন্যই এটা করো”।

চতুর্থ টেস্টে ভারত ড্র করেছে। শুভমন গিল (Shubman Gill), রাহুল (KL Rahul), জাদেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দরদের জন্য হারের হাত থেকে ম্যাচ বাঁচিয়েছে ভারত। এবার ওভালে শেষ টেস্ট। সেখানেই টিম ইন্ডিয়া জিততে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

spot_img

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...