পাকিস্তানের সঙ্গে ম্যাচ হোক LOC-তে, ট্রফি POK জেতা: ক্রিকেট-রাজনীতির তীব্র বিরোধিতা অভিষেকের

Date:

Share post:

পাকিস্তানের সঙ্গে কোনও ক্ষেত্রেই ভারতের সৌহার্দ্য নয়। পাকিস্তানের সঙ্গে আমাদের একমাত্র জড়িত থাকা উচিত যুদ্ধক্ষেত্রে এবং জয়ের একমাত্র পুরস্কার হল পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীর (POK)। পাকিস্তানের ক্ষেত্রেও খেলাকে রাজনীতির বাইরে রাখার বিরোধিতায় সুর চড়ালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, দিল্লি (Delhi) যাওয়ায় আগে নিজের এক্স হ্যান্ডেলে এই বিষয় নিয়ে তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, “পাকিস্তানের সঙ্গে মাত্র একটি ভাষাতেই সম্পর্ক রাখা যেতে পারে, তা হল রণক্ষেত্র।“

এদিন নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, ”এই পৃথিবীতে কোথাও ভারতের উচিত নয় পাকিস্তানের সঙ্গে কোথাও জড়িত হওয়া। একমাত্র জড়িত থাকা উচিত যুদ্ধক্ষেত্রে। একমাত্র পুরষ্কার জেতা উচিত পাক অধিগৃহীত জম্মু-কাশ্মীর জিতে নেওয়া।” পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার বিরোধিতা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন ”দশকের পর দশক পাকিস্তান এই দেশে সন্ত্রাস চালিয়েছে, অনেক রক্ত ঝরিয়েছে। একাধিক পরিবার রক্তাক্ত হয়েছে, প্রিয়জন হারিয়েছে। এর পরে রাজনীতিকে ক্রীড়াক্ষেত্র থেকে দূরে রাখা উচিত বলার সময় নয়। এটা এখন বন্ধ করার সময়। শহিদদের রক্ত মুছতে কোনও ক্রিকেট পিচ যথেষ্ট নয়। আমাদের তেরঙ্গা সবার ওড়ে কেবলমাত্র ব্যাট-বলের কারণে নয়। আমাদের সশস্ত্র বাহিনীর অতুলনীয় শৌর্য ও লড়াকু মানসিকতার জন্য।”

তীব্র হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, দশকের পর দশক ধরে পাকিস্তান এদেশে জঙ্গি পাঠিয়েছে। তারা আমাদের দেশকে রক্তাক্ত করেছে। দেশের মানুষ ও তাঁদের পরিবারের অপূরণীয় ক্ষতিসাধন করেছে।

অভিষেকের কথায়, ”আমরা আমাদের ক্রিকেটারদের নিয়ে গর্ব বোধ করি। আমি নিজেও ক্রিকেট খেলাকে শ্রদ্ধা করি। কিন্তু, যখন দেশের প্রশ্ন ওঠে, তখন আমরা আমাদের সেনানীর কাছে দায়বদ্ধ। আমরা যখন স্টেডিয়ামে আনন্দে চিৎকার করি, জয়ধ্বনি দিই, তখন এই সেনাবাহিনীই সীমান্তে অতন্দ্র পাহারা দেয়। যখন তাঁরা রক্তাক্ত হন, তখন অন্য খেলা করেন।

যারা সীমান্ত জুড়ে আমাদের দিকে বুলেট ছুড়ে চলেছে, তাদের সঙ্গে করমর্দন করার জন্য হাত বাড়িয়ে দেওয়া কোনও কূটনীতি হতে পারে না। এটা জঘন্য বেইমানি! এবার বিচার চাই। কোনও আমোদ-বিনোদন নয়। আমাদের লক্ষ্য তা হতে পারে না। পাকিস্তানের সঙ্গে খেলাই হয়, তাহলে তা হোক নিয়ন্ত্রণরেখা বরাবর। আমাদের লক্ষ্য একমাত্র ট্রফি জয়ের লক্ষ্য হোক পাক অধিকৃত জম্মু-কাশ্মীর জিতে ফেরা। তার কম কিছু হলে, তা হবে আমাদের শহিদদের প্রতি অসম্মান।”

পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তানের মুখোশ খুলেতে ভারতের প্রতিনিধিদলের অংশ হিসেবে বিভিন্ন দেশে গিয়েছেন অভিষেক। সেখানে যেভাবে হুমকি দিয়েছিলেন, এদিনও সেই ভাষাতেই লেখেন তিনি।
আরও খবর: মানুষের নাম বাদ দিয়ে কুকুরের আবাসিক নথি! বিজেপির তল্পিবাহক কমিশনকে এক হাত অভিষেকের

spot_img

Related articles

রাজধানীতে আইইডি বিস্ফোরণের ছক বানচাল, গ্রেফতার ২ আইসিস জঙ্গি!

দিল্লিতে (Delhi) ফিদাঁয়ে হামলার ছক পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর! পর্দা ফাঁস করল দিল্লি পুলিশ (Delhi Police)। শুক্রবার সকালে আইসিসের...

যোগীরাজ্যে সাংবাদিককে পিটিয়ে খুন! বিজেপি রাজ্যে কোথায় নিরাপত্তা, উঠছে প্রশ্ন 

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (BJP state UP) সাংবাদিককে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াগরাজের সিভিল লাইনস এলাকার...

চলন্ত বাসে ভয়াবহ আগুন, রাজস্থানের ঘটনার পুনরাবৃত্তি অন্ধ্রপ্রদেশে! মৃত একাধিক

শুক্রবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার (Kurnul District) চিন্নাটেকুর গ্রামের কাছে বাইকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষে (bus accident in...

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...