Saturday, November 29, 2025

DVC ড্রেজিং না করলে বাঁধের সামনে বাঁধ করব: হুঙ্কার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বারবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) রাজ্যকে না জানিয়ে জল ছাড়া নিয়ে সরব হয়েছেন। অভিযোগ করেছেন, DVC ড্রেজিং করে না বলে, জল ধারণ ক্ষমতা কমেছে বাঁধগুলির। সোমবার, বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে এই নিয়ে সরব হন মমতা। বলেন, “এবার যদি ড্রেজিং না করে, তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব। যাতে ওদের জলে ওদেরই থাকে।“

এবছর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে রাজ্যে। বর্ষার পাশাপাশি প্রায় প্রতিদিনই নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে। ফলে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই পরিস্থিতির জন্য ডিভিসি-কে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, “ডিভিসি যেভাবে জল ছাড়ছে, তাতে জেলাগুলিকে ডুবিয়ে দিচ্ছে।”

 মুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০ বছর ধরে ড্রেজিং করেনি DVC। ঠিকমতো ড্রেজিং হলে ৪ লক্ষ কিউসেক জল বেশি ধরা যেত বলে দাবি মুখ্যমন্ত্রীর। ডিভিসি-র জল আটকাতে এবার হুঙ্কার দেন মমতা। বলেন,“যাতে ঝাড়খণ্ড না ডোবে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার যদি ড্রেজিং না করে, তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব। যাতে ওদের জলে ওদেরই থাকে। জেলাগুলো না ডোবে। এটাই হবে আমাদের পরবর্তী প্ল্যানিং। গায়ে যতক্ষণ আঘাত না লাগে, ততক্ষণ বুঝতে পারে না কেউ।”

 জল ছাড়া নিয়ে বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে ডিভিসি। চিঠি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলার দিকে জল ছাড়ে ডিভিসি। এমনকী দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছিলেন মমতা। এবার বাঁধের সামনে বাঁধ তৈরি কথা বললেন তিনি।
আরও খবরবাংলার ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের ফেরানো ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, কাজ-ছাদ দেবে রাজ্য

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...