DVC ড্রেজিং না করলে বাঁধের সামনে বাঁধ করব: হুঙ্কার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বারবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) রাজ্যকে না জানিয়ে জল ছাড়া নিয়ে সরব হয়েছেন। অভিযোগ করেছেন, DVC ড্রেজিং করে না বলে, জল ধারণ ক্ষমতা কমেছে বাঁধগুলির। সোমবার, বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে এই নিয়ে সরব হন মমতা। বলেন, “এবার যদি ড্রেজিং না করে, তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব। যাতে ওদের জলে ওদেরই থাকে।“

এবছর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে রাজ্যে। বর্ষার পাশাপাশি প্রায় প্রতিদিনই নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে। ফলে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই পরিস্থিতির জন্য ডিভিসি-কে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, “ডিভিসি যেভাবে জল ছাড়ছে, তাতে জেলাগুলিকে ডুবিয়ে দিচ্ছে।”

 মুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০ বছর ধরে ড্রেজিং করেনি DVC। ঠিকমতো ড্রেজিং হলে ৪ লক্ষ কিউসেক জল বেশি ধরা যেত বলে দাবি মুখ্যমন্ত্রীর। ডিভিসি-র জল আটকাতে এবার হুঙ্কার দেন মমতা। বলেন,“যাতে ঝাড়খণ্ড না ডোবে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার যদি ড্রেজিং না করে, তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব। যাতে ওদের জলে ওদেরই থাকে। জেলাগুলো না ডোবে। এটাই হবে আমাদের পরবর্তী প্ল্যানিং। গায়ে যতক্ষণ আঘাত না লাগে, ততক্ষণ বুঝতে পারে না কেউ।”

 জল ছাড়া নিয়ে বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে ডিভিসি। চিঠি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলার দিকে জল ছাড়ে ডিভিসি। এমনকী দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছিলেন মমতা। এবার বাঁধের সামনে বাঁধ তৈরি কথা বললেন তিনি।
আরও খবরবাংলার ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের ফেরানো ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, কাজ-ছাদ দেবে রাজ্য

spot_img

Related articles

‘‘তুমি একা নও’’, সন্তানহারা মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর

আর্থিকা দত্ত, জলপাইগুড়িউত্তরের বন্যায় যখন ঘরবাড়ির সঙ্গে ভেসে গিয়েছিল অসংখ্য মানুষের হাসি, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁদের...

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, জালে বিজেপি নেতা

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে বেলঘরিয়ায় ধৃত বিজেপি (BJP) নেতা। তার বিরুদ্ধে পকসো (PACSO) আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু...

দক্ষিণ ২৪ পরগনায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠল মৎস্যজীবীদের

১১ দিনের সরকারি নিষেধাজ্ঞা (Govt. ban) কাটিয়ে সমুদ্রে ফের শুরু হচ্ছে ইলিশ (Hilsha) ধরা। কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, নামখানা, রায়দিঘি,...