Thursday, December 25, 2025

মোহনবাগানের প্রস্তুতিতে যোগ দিলেন শুভাশিস বসু

Date:

Share post:

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে আগামী ৩১ জুলাই নামছে মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। তার আগেই সবুজ-মেরুনের প্রস্তুতিতে যোগ দিলেন অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)। প্রথমে মোহনবাগানের রিজার্ভ দলের কথা বলা হলেও, এবার মনে করা হচ্ছে মোহনবাগানও ডুরান্ড কাপে তাদের শক্তিশালী দল নামাতে চলেছে। ডুরান্ড কাপ নিয়ে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে। সোমবার থেকেই মোহনবাগানের প্রস্তুতিতে নেমে পড়লেন শুভাশিস বসু (Subhasish Bose)। তবে প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই।

শেষবার মোহনবাগানের জার্সিতে আইএসএলে (ISL) দুরন্ত ফর্মে ছিলেন শুভাশিস বসু। এবারও যে তাঁর ওপর মোহনবাগানের ভরসা অগাধ তা বলার অপেক্ষা রাখে না। বেশ কয়েকদিন আগে থেকেই মোহনবাগানের প্রস্তুতিতে যোগ দিয়েছিলেন দীপেন্দু(Dipendu Biswas), কিয়ান, দীপক টাংরিরা (Deepak Tangri)। এই ডুরান্ড কাপটাকেই এবার আইএসএলের প্রস্তুতি পর্ব হিসাবে দেখছেন মোহনবাগান সুপারজায়ান্ট। এদিন সিনিয়র দল এবং ডেভলপমেন্ট দলের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলেছে। সেখানে শুভাশিস ছিলেন না। তিনি শুধু রিহ্যাবই সেরেছেন দলের হয়ে।

ডুরান্ড কাপের মঞ্চে নামার আগে সোমবার থেকে শুভাশিস বসুর সবুজ-মেরুন শিবিরের প্রস্তুতিতে যোগ দেওয়ায় তাদের শক্তি যে অনেকটাই বাড়ল তা বলাই বাহুল্য। তবে শুভাশিস শুরু থেকে খেলবেন কিনা তা নিয়ে এখন থেকেই কোনও নিশ্চিয়তা নেই। যদিও শুভাশিসের (Subhasish Bose) যোগ দেওয়ার খবরে সবুজ-মেরুন জনতার প্রত্যাশা বাড়তে শুরু করেছে।

অগাস্টের শুরু থেকেই মোহনবাগান সুপারজায়ান্টের বিদেশিরাও শহরে আসতে শুরু করবে। শোনা যাচ্ছে ডুরান্ড কাপের মঞ্চে পরের রাউন্ড থেকে মোহনবাগান সুপারজায়ান্টের কোচের পদে দেখা যেতে পারে হোসে মোলিনাকেও। নতুন মাস থেকেই শহরে আসতে থাকবে তারা।

spot_img

Related articles

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...

স্থান পেলেন না কোন ক্রিকেটার, অর্জুনের তালিকায় উজ্জ্বল তিন বঙ্গ কন্যা

বছর শেষ হতে হাতে বাকি মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে চর্চায় জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা । কেন্দ্রের নির্বাচক...

প্রকাশ্য রাস্তায় খুন শিক্ষক, যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের।  হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে...

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...