প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গাড়িতে তুলে সিনেমার স্টাইলে অপহরণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় (Kolaghat, East Midnapore)। জানা গেছে, বর্ধমানের দেবীপুর থানা এলাকার মেমারির বাসিন্দা কৃষাণু সামন্ত (Krishanu Samanta) বুধবার সকালে জিঞাদা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় আচমকা একটি বোলেরো গাড়িতে করে কয়েকদল দুষ্কৃতী ব্যবসায়ীকে অপহরণ করার চেষ্টা করে। সেই সময় তার কাছে নগদ তিন লক্ষ টাকা ছিল। জোর করে ব্যবসায়ীকে গাড়িতে তোলার চেষ্টা করার সময় স্থানীয় মানুষজনেরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দেন। ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোলাঘাটের আবগারি দফতরের বড়বাবু রাহুল দাস। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি ঘুরিয়ে অপহরণকারীদের ধাওয়া করেন। দুষ্কৃতীরা অবস্থা বেগতিক বুঝতে পেরে কোলাঘাট থানার দেউলবাড় এলাকায় ওই ব্যবসায়ীকে ঠেলে ফেলে দিয়ে পালিয়ে যায়।

ব্যবসায়ী অপহরণের ঘটনা সামনে আসতেই তদন্তে নেমে কোলাঘাট থানার পুলিশ তল্লাশি শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই অপহরণকারী গাড়িসহ ড্রাইভারকে আটক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আহত ব্যবসায়ীর চিকিৎসা চলছে পাইকপাড়ী হাসপাতালে। উল্লেখ্য, বছরখানেক আগে একইভাবে জাতীয় সড়কে এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর ফের ব্যবসায়ীকে এরূপ অপহরণের ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। শুধুমাত্র টাকা ছিনতাই করার জন্য এই অপহরণের চেষ্টা নাকি বড় কোনও উদ্দেশ্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–