Monday, December 8, 2025

২ দেশের ভোটার কার্ড! ক্যানিং-এ ধৃত বাংলাদেশি নাগরিক

Date:

Share post:

১৫-১৬ বছর ধরে ভারতীয় পরিচয়ে আত্মগোপন করেছিলেন এক বাংলাদেশি নাগরিক। দুই দেশের ভোটার কার্ড রাখার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) থানার পুলিশ গ্রেফতার করল আকবর আলী মোল্লা নামের এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারী পাড়ায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন বুধবার তাঁকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ।

তদন্তে জানা গেছে, অভিযুক্তের আসল নাম মহম্মদ আকবর আলি গাজী। তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি বাংলাদেশি ভোটার কার্ড (Voter Card) উদ্ধার হয়েছে, যেখানে তাঁর নাম উল্লেখ রয়েছে গাজী পদবিতে। অথচ ভারতে তিনি আকবর আলি মোল্লা নামে দীর্ঘদিন বসবাস করছিলেন এবং স্থানীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভোটার তালিকায় নাম তোলেন বলেই অভিযোগ।

পুলিশ এই ঘটনার পিছনে থাকা সমস্ত তথ্য খতিয়ে দেখছে। কীভাবে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন, কে বা কারা তাঁকে সাহায্য করেছিল, কীভাবে পরিচয়পত্র তৈরি করেছিলেন— এইসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল। ধৃতকে বুধবার আলিপুর আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। গোটা ঘটনার পেছনে কোনও বৃহত্তর চক্র কাজ করছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং ভুয়ো পরিচয়পত্র তৈরির প্রশ্নে ফের একবার প্রশ্নের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ভূমিকা। আরও পড়ুনঃ ইন্দো-সিঙ্গাপুর লগ্নিতে নতুন দিশা: USEL-এর চেয়ারম্যান প্রসূনের লগ্নির প্রস্তাবকে স্বাগত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...