হুগলির রাস্তা দিয়ে ছুটে চলছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। আচমকাই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এরপরই ক্ষেপে লাল হয়ে মেজাজ হারান শুভেন্দু।

একটি ভাইরাল হওয়া ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) দেখা যাচ্ছে, গাড়ি থেকে হঠাৎ নেমে সোজা স্লোগানদাতাদের দিকে তেড়ে যান শুভেন্দু অধিকারী। স্লোগানদাতাদের উদ্দেশে তিনি জিজ্ঞেস করেন, ‘‘কে বলছে জয় বাংলা?’’ এক যুবক এগিয়ে আসতেই তাঁকে বলা হয়, ‘‘জয় শ্রীরাম বলুন।’’ দু’জনের মধ্যে কিছুক্ষণ বাদানুবাদ হয়। এরপর ফিরে যাওয়ার সময় সেই যুবককে উদ্দেশ করে ‘রোহিঙ্গা’, ‘পাকিস্তানি’ বলতেও শোনা যায় শুভেন্দুকে।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে, পুরশুড়া বিধানসভার হেলান এলাকায়। সূত্রের খবর, বিজেপি-র আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত ‘কন্যা সুরক্ষা যাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। সেই পথেই ঘটে এই ঘটনাটি।

এই ভিডিও শেয়ার করে তৃণমূলের কটাক্ষ, ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে! বাংলার মানুষের এমন রূপ আগে দেখেননি শুভেন্দু অধিকারী। “জয় বাংলা” শুনলে যেন গায়ে ফোস্কা পড়ে! হিন্দু নাগরিককে রোহিঙ্গা-পাকিস্তানি বলছেন! প্রকাশ্যে হুমকি দিচ্ছেন।’ এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারী ইচ্ছাকৃতভাবে বাঙালির আত্মপরিচয়, ভাষা ও সংস্কৃতিকে আক্রমণ করছেন।

আরও পড়ুন – ৮ অগাস্ট বিকেলে ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক

_

_

_

_

_

_
_
_
_
_