জল্পনাটা চলছিলই, শেষপর্যন্ত ভারতীয় ফুটবলের নতুন কোচ খালিদ জামিল (Khalid Jamil)। দীর্ঘ ১৩ বছর পর ফের ভারতী ফুটবলের (Indian Football) কোচের দায়িত্ব পেলেন এক ভারতীয়ই। ২০১১-১২ মরসুমে শেষবার ভারতীয় হিসাবে কোচিংয়ের দায়িত্ব সামলেছিলেন সাভিও মেদেইরা। এবার সুনীল ছেত্রীদের দায়িত্ব উঠল খালিদ জামিলের (Khalid Jamil) ওপর। তাঁর হাত ধরে ভারতীয় ফুটবল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

ভারতীয় দলের ফুটবল খেলার পাশাপাশি ভারতীয় ফুটবলে কোচিং করানোরও অভিজ্ঞতা রয়েছে খালিদ জামিলের। ইস্টবেঙ্গলের কোচির দায়িত্ব যেমন সামলেছেন। তেমনই একমাত্র ভারতীয় কোচ হিসাবে আইএসএলের মঞ্চে সাফল্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে খালিদের। শুক্রবার দীর্ঘ বৈঠকের পর আইএম বিজয়নের (IM Vijayan) নেতৃত্বাধীন কার্যকরী কমিটি শেষ পর্যন্ত খালিদ জামিলকেই (Khalid Jamil) ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করেছে।

শেষবার আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের কোচের দায়িত্বে ছিলেন খালিদ জামিল। তাঁর হাত ধরে নর্থইস্ট ইউনাইটেড শেষ চারে পৌঁছেছিল। তাঁর পারফরম্যান্স গ্রাফ উর্ধ্বগামী। খালিদকে নিয়ে সেই থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছিল। তাঁর সঙ্গে অন্যান্য কয়েকটা নাম থাকলেও মানোলো মার্কুয়েজের পরিবর্তে খালিদ জামিলকেই বেছে নিয়েছে ভারতীয় দল।

তবে কোচের দায়িত্ব নিয়েই কিন্তু কঠিন চ্যালেঞ্জের সামনে খালিদ জামিল। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপে সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতের মরণ-বাঁচন ম্যাচ। সেখানেই এবার খালিদ জামিলের কোচিংয়ে নামবে মেন ইন ব্লুজ ব্রিগেড। সেখানেই তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

–

–

–

–

–

–
–
–
–
–
–