শনিবার থেকে শুরু হয়ে গেল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। সারাদেশে এরকম উদ্যোগ প্রথম। বাংলায় উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ। এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ এলাকার সমস্যাগুলো নিজেরাই চিহ্নিত করবেন, অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করবেন আর রাজ্য সরকার সেই তালিকা মেনে কাজের রূপায়ণ করবে। খুশি মুখ্যমন্ত্রী (Chief Minister)।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ তাতে আজ একটি নতুন পালক যুক্ত হল। আজ আমরা “আমাদের পাড়া আমাদের সমাধান” (APAS) নামে আর একটি নতুন প্রকল্প চালু করলাম। এটা একটা অনন্য স্কিম। সারাদেশে এই রকম উদ্যোগ এই প্রথম।

এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ এলাকার সমস্যাগুলো নিজেরাই চিহ্নিত করবেন, অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরী করবেন আর আমাদের সরকার সেই তালিকা মেনে কাজের রূপায়ণ করবে। রাজ্য জুড়ে যে ৮০ হাজারের বেশি বুথ আছে, সব কটাতেই এটা হবে। ৩টে বুথ মিলে একটা ক্যাম্প হবে যেখানে সরকারি কর্মীরা এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন। এভাবে মোট ২৭ হাজারেরও বেশি ক্যাম্প করা হবে।
আজ প্রথম দিনে রাজ্যজুড়ে ৬৩২টি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ক্যাম্পেই ‘দুয়ারে সরকার’-এর পরিষেবাও পাওয়া যাচ্ছে।

“আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পের জন্য আমাদের সরকার বুথপিছু ১০ লক্ষ করে টাকা করে মোট ৮ হাজার কোটি টাকারও বেশি দেবে।

আমি বাংলার সকল মানুষকে অনুরোধ করব, আপনারা সবাই আপনাদের কাছের ক্যাম্পে যান এবং নিজেদের মতামত দিন। সরকারি আধিকারিকরা আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত।

আরও পড়ুন: পিলারে ফাটল, বীরভূমের তিলপাড়া ব্যারেজে বন্ধ ভারী যান চলাচল

আমি এই কাজের সঙ্গে যুক্ত সকল আধিকারিক সহ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আমি নিশ্চিত, সকলের সহযোগিতায় এই প্রকল্পও আমাদের অন্যান্য প্রকল্পের মতো চূড়ান্তভাবে সফল হবে।”
বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ তাতে আজ একটি নতুন পালক যুক্ত হল। আজ আমরা “আমাদের পাড়া আমাদের সমাধান” (APAS) নামে আর একটি নতুন প্রকল্প চালু করলাম। এটা একটা অনন্য স্কিম। সারাদেশে এই রকম উদ্যোগ এই প্রথম।
এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ… pic.twitter.com/JE1OAnxUfr
— Mamata Banerjee (@MamataOfficial) August 2, 2025
–
–

–
–
–
–