Friday, January 9, 2026

৩ লাখ টাকার সুপারি! তৃণমূল নেতা খুনের হাড়হিম ফুটেজ প্রকাশ্যে 

Date:

Share post:

জমি কেনাবেচা নিয়ে বিবাদের জেরে ভাড়াটে খুনির (Supery killer) হাতে খুন হয়েছিলেন এক তৃণমূল নেতা। এবার প্রকাশ্যে এলো হাড় হিম করা খুনের সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। ভিডিওতে দেখা যাচ্ছে কাটারি দিয়ে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হচ্ছে। এই ফুটেজ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কানাইপুর এলাকায়। জানা গেছে, নেতাকে মারতে তিন লাখ টাকার সুপারি দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল নেতা কানাইপুরের বাসিন্দা। জমি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন স্থানীয় বিশ্বনাথ দাস ওরফে ‘বিশা’-র সঙ্গে। এরপরই বিশা তিন লক্ষ টাকা দিয়ে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক এবং বারাসাতের (Barasat) দীপক মণ্ডলকে ভাড়া করেন খুন করার জন্য।

তদন্তে জানা গেছে, ঘটনার দু’দিন আগেই ভাড়াটে খুনিরা বিশার বাড়িতে এসে রেইকি করে যায়। দিন দুয়েক পরে পরিকল্পনা মতো হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্তরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যাচ্ছে। একটু হেঁটে এগিয়ে স্কুটি নিয়ে স্টেশনের দিকে চম্পট দেয়।

ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটে যে অভিযুক্তদের ফোনে কথা বলতে দেখা যায়।সংগ্রহ করা হয় আশেপাশের সিসিটিভি ফুটেজ। সেই সময়ের মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে তারা কোন এলাকায় আত্মগোপন করে রয়েছে। যদিও ফোন বন্ধ ছিল, তবু প্রযুক্তির সাহায্যে এলাকা শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। শেষমেশ পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে সফল হয়। ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। ঘটনার বিষয়ে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান, ‘‘এই খুনের পেছনে জমি সংক্রান্ত বিবাদ রয়েছে বলে আপাতত জানা যাচ্ছে। এখনও পর্যন্ত এর সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক পাওয়া যায়নি। পূর্বপরিকল্পিতভাবে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে। এই ঘটনার পিছনে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...