Thursday, August 28, 2025

শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, প্রথম দিনেই উপস্থিত ১.৮৪ লক্ষেরও বেশি

Date:

Share post:

রাজ্যবাসীর অভাব-অভিযোগ শুনে সরাসরি বুথ স্তর থেকেই সমাধান করার লক্ষ্যে সোমবার থেকে শুরু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। প্রথম দিনেই রাজ্যজুড়ে আয়োজিত হয় ৬৩৫টি শিবির, যেখানে সরকারি হিসেবে হাজির ছিলেন ১,৮৪,১৮২ জন নাগরিক।

প্রসঙ্গত, রাজ্যের প্রায় ৮০,০০০ বুথ-এর প্রতিটিতে এই প্রকল্প চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প গঠন করে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২৬,১৮৩টি শিবির চালানোর পরিকল্পনা রয়েছে। প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করায় মোট ব্যয় দাঁড়াবে ৮,০০০ কোটি টাকারও বেশি।

মুখ্যমন্ত্রী এ দিন তাঁর এক্স  হ্যান্ডেলে লেখেন, “এই প্রকল্পে মানুষ নিজেরাই নিজেদের বুথ এলাকার সমস্যাগুলি চিহ্নিত করে তালিকা প্রস্তুত করবেন। আমাদের সরকার সেই অনুযায়ী সমস্যার সমাধানে পদক্ষেপ করবে। রাজ্যের ইতিহাসে এই রকম উদ্যোগ প্রথম এবং দেশে এই ধরনের প্রকল্পের নজির নেই।”

প্রত্যেকটি ক্যাম্পেই ‘দুয়ারে সরকার’-এর পরিষেবা মিলছে। প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সেখানে গিয়ে সরাসরি মানুষের বক্তব্য শুনছেন ও তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন বলেই জানানো হয়েছে সরকারের তরফে।

সরকারি সূত্রের দাবি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সরকার ও মানুষের মধ্যে দূরত্ব ঘোচানো, এবং প্রশাসনিক সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। এই প্রকল্প নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী বলেন, “আমি বাংলার মানুষকে অনুরোধ করব, আপনারা সকলে নিজেদের বুথ এলাকার ক্যাম্পে যান, সরকারকে জানান কী কী সমস্যা রয়েছে। সরকার আপনাদের পাশে আছে। আমি এই কাজে যুক্ত সকল আধিকারিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, “সবাই সহযোগিতা করলে এই প্রকল্পও ‘দুয়ারে সরকার’-এর মতোই সাফল্য পাবে।” বিশেষজ্ঞদের মতে, বুথ স্তরে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণে এই প্রকল্প রাজ্যের স্থানীয় প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে পারে।

আরও পড়ুন – হলদিয়া জোড়া খুন মামলায় দোষী সাব্যস্ত ৪, যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা তমলুক আদালতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...