Tuesday, January 13, 2026

জল প্রলয়! ডুবে গেল নাম বদলে ফেলা ২০ হাজার কোটির প্রয়াগরাজ

Date:

Share post:

ইতিহাস মুছে ফেলতে এলাহাবাদের নাম মুছে ফেলেছেন নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথ। কিন্তু মুছতে পারেননি এলাহাবাদের (Allahabad) বর্তমান আর ভবিষ্যৎ। বাংলার যে বিজেপির নেতারা প্রতিদিন গোড়ালি ডোবা জলে সাঁতার কেটে সংবাদ মাধ্যমের নজরে আসার চেষ্টা চালান তাঁদের ফটো সেশনের জন্য অফুরন্ত জলের ব্যবস্থা যে নরেন্দ্র মোদি প্রয়াগরাজে (Prayagraj) করেছেন তা হয়তো তাঁরা জানতেন না। তবে ২০ হাজার কোটি টাকা খরচ করে, গোটা বিশ্বের কাছে মহাকুম্ভের (Mahakumbh) ব্র্যান্ডিং করে আদতে যে এলাহাবাদের মানুষের কোনও উপকার করেননি মোদি-যোগী, তা গঙ্গা-যমুনার জলস্তর বাড়তেই হাড়ে হাড়ে টের পাচ্ছেন প্রয়াগরাজের বাসিন্দারা।

২০২৫ সালের জানুয়ারি মাসে যে প্রয়াগরাজের নাম মহাকুম্ভের আয়োজন করে প্রচার করার চেষ্টা চালিয়েছিলেন নরেন্দ্র মোদি, ছয় মাস যেতে না যেতে সেই প্রয়াগরাজ (Prayagraj) এমনিতেই খবরের শিরোনামে। শহরের একের পরে এক রাস্তা পরিণত হয়েছে নদীতে। সাধারণ মানুষ চারচাকার গাড়ি গ্যারেজে পার্কিং করে নৌকার আশ্রয় নিয়েছেন। চাষবাসের যে ক্ষতি তা এখনই অনুমান করা সম্ভব নয় কৃষক বা কৃষি দফতরের পক্ষ থেকে। অন্তত ১২টি পাওয়ার স্টেশন বিদ্যুৎ থেকে দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে। সবথেকে সমস্যা পানীয় জলের। গঙ্গা (Ganges) যমুনার (Yamuna) মতো নদীর সঙ্গমস্থলে বানভাসি হয়েও প্রয়াগরাজে পানীয় জলের জন্য শুরু হয়েছে হাহাকার।

প্রশাসন এই পরিস্থিতিতে ফ্লাড শেল্টার বানিয়ে দূর দূরান্তের মানুষকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছে। একমাস আগে থেকেই সেই সব শেল্টার প্রস্তুত রাখা হয়েছিল। কারণ নাম বদলালেও এলাহাবাদের ভবিষ্যৎ যে মোদি বদলাতে পারেননি তা প্রশাসন নিশ্চিতভাবে জানত। আর প্রশাসনের সেই আশ্রয়স্থলে পৌছতে কেউ নিজেদের জরুরি সামগ্রি নিয়ে নৌকায় রওনা দিয়েছেন। কোথাও কোলের সন্তানকে মাথায় নিয়ে জল পেরিয়ে চেষ্টা চালাচ্ছেন ফ্লাড শেল্টারে পৌছতে।

আরও পড়ুন: কমিশনের বিরুদ্ধে বড় আন্দোলন: পরিকল্পনা ঠিক করতে বৃহস্পতিবার দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে অভিষেক

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে তাঁদের সতর্ক করা হয়নি। ফলে আচমকা বাড়ি ঘর জলের তলায় চলে যাওয়ায় কার্যত দিশাহারা স্থানীয়রা। প্রয়াগরাজের এই জলমগ্ন অবস্থা নিয়ে বিজেপিকে দোষারোপ করতে ছাড়েনি সমাজবাদী পার্টি। অখিলেশ যাদব প্রশ্ন তোলেন, ২০ হাজার কোটি খরচ করার পরে প্রয়াগরাজের মানুষ জল যন্ত্রণা ছাড়া আর কী পেলেন? গভীর গর্তে যত বেশি জল জমছে তত স্পষ্ট হচ্ছে বিজেপি দুর্নীতির কতটা গভীরে বসে গিয়েছে। বিজেপির যে নেতারা এই শহরকে স্মার্ট সিটি বানানোর উদ্যোগে জল ঢেলেছিলেন তারা তো আজ নৌকা নিয়েও আসছেন না।

spot_img

Related articles

বাংলায় এসআইআর নিয়ে দ্রুত শুনানি হোক, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর 

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR)নাম করে হয়রান করা হচ্ছে বাংলার মানুষকে। মঙ্গলবার এক আইনজীবী এই বিষয়ে দ্রুত শুনানি...

ওটিটিতে আসছেন কৌশানী-শ্রাবন্তী, পুরুলিয়ায় পাড়ি একেনের 

২০২৬ এর বাংলা বিনোদন জগতে জুড়ে একের পর এক চমক। চলতি বছরে একাধিক বিগ বাজেট ছবি মুক্তির কথা...

আজ উত্তরবঙ্গে সভার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার...

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...