ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ শিবু সোরেনের প্রয়াণে শোক প্রকাশ রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার তার স্মরণে একদিনের জন্য মুলতুবি হয়ে যায় রাজ্যসভা (Rajyasabha)। ঝাড়খণ্ডের আদিবাসী সমাজের মুখ তথা গোটা দেশে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার অন্যতম রূপকার শিবু সোরেনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।

ঝাড়খণ্ডের রূপকার শিবু সোরেনের প্রয়াণে তাঁর অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) নিজের শোকবার্তায় জানান, শিবু সোরেনজির মৃত্যু সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে এক বিরাট ক্ষতি। তিনি ঝাড়খণ্ডের আদিবাসীদের পরিচিতি এবং ঝাড়খণ্ড গঠনের কারিগর ছিলেন। তৃণমূল স্তরে কাজের পাশাপাশি তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সংসদ সদস্য হিসাবেও অবদান রেখে গিয়েছেন। জন কল্যাণ, বিশেষত আদিবাসী সম্প্রদায়ের কল্যাণের প্রতি তাঁর গুরুত্ব প্রদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পুত্র তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজি, তাঁর পরিবারের অন্যান্য সদস্য এবং অনুরাগীদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।

The demise of Shri Shibu Soren Ji is a big loss in the space of social justice. He championed the cause of tribal identity and formation of the state of Jharkhand. Besides his work at the grassroots, he also contributed as the Chief Minister of Jharkhand, as a Union Minister and…
— President of India (@rashtrapatibhvn) August 4, 2025
অন্যদিকে জনসাধারণের উন্নতিতে শিবু সোরেনের অবদানের উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) শোকবার্তায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, শিবু সোরেনজি ছিলেন একজন তৃণমূলস্তরের নেতা যিনি জীবনের অনেক স্তর পার করে সর্বস্তরের জনগণের প্রতি নিষ্ঠার মধ্যে দিয়ে উঠে এসেছিলেন। বিশেষত আদিবাসী জনজাতি, দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের প্রতি আগ্রহশীল ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে আমি মর্মাহত। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজি-র সঙ্গে কথা বলে সমবেদনা প্রকাশ করেছি।

Shri Shibu Soren Ji was a grassroots leader who rose through the ranks of public life with unwavering dedication to the people. He was particularly passionate about empowering tribal communities, the poor and downtrodden. Pained by his passing away. My thoughts are with his…
— Narendra Modi (@narendramodi) August 4, 2025
বিভিন্ন সময়ে বিশেষত সাম্প্রতিক রাজনীতিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে একযোগে বিজেপি বিরোধিতায় সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। শিবু সোরেন ও হেমন্ত সোরেনকে দেশের রাজনীতিতে সব সময় পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee)। ভাই হেমন্ত সোরেনসহ আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রতি শোক প্রকাশ করে তিনি জানান, শিবু সোরেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা এবং আমার আদিবাসী ভাই বোনেদের ‘গুরু দিশম’-এর প্রয়াণে আমি শোকাহত। আমার আন্তরিক সমবেদনা ভাই হেমন্ত সোরেন, প্রয়াত সাংসদের পুত্র ও বর্তমান ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর প্রতি। সেই সঙ্গে তাঁর পরিবার, সহকর্মী ও বৃহত্তর পরিবারের সকল অনুগামীদের প্রতি সমবেদনা। আমি তাঁকে ভালোভাবে চিনতাম ও তাঁর প্রতি আমার আন্তরিক সম্মান ছিল। ঝাড়খণ্ডের ইতিহাসের একটি অধ্যায়ের যবনিকা পতন হল আজ।

Profoundly saddened by the demise of Shibu Soren, former Chief Minister of Jharkhand, a former Union Minister, founder of Jharkhand Mukti Morcha, and Guru Dishom (great leader) for my Adivasi brothers and sisters.
My heart- felt condolences to my brother @HemantSorenJMM, his son…
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2025
আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মাথা তুলে এগিয়ে নিয়ে যাওয়ার রূপকার শিবু সোরেনের প্রয়াণে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, শিবু সোরেনজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত – একজন উচ্চ শির ব্যক্তিত্ব, যাঁর কণ্ঠস্বর আদিবাসীদের প্রজন্মের পর প্রজন্মকে শক্তি যুগিয়েছে এবং যার সংগ্রাম ঝাড়খণ্ডের অস্তিত্বকে রূপ দিয়েছে। তৃণমূলস্তর থেকে জাতীয় স্বীকৃতি অর্জনের পথে তাঁর এই যাত্রা সাহস, ত্যাগ এবং জনগণের প্রতি তাঁর অটল বিশ্বাসের এখ কাহিনী। তাঁর অনুপস্থিতি এমন একটি শূন্যস্থান তৈরি করল যা পূরণ হওয়ার নয়।

Deeply saddened by the passing of Shri Shibu Soren ji – A towering figure whose voice gave strength to generations of Adivasis and whose struggle shaped the soul of Jharkhand.
His journey from the grassroots to national prominence is a story of courage, sacrifice and unshakeable…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 4, 2025
সোমবার রাজ্যসভায় শিবু সোরেনের স্মরণে শোকবার্তা পাঠ করেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। সেই সঙ্গে সোমবার একদিনের জন্য মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।

আরও পড়ুন: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, জানালেন হেমন্ত

–

–

–
