২০২৫ সালের ৪ আগস্ট, নজরুল মঞ্চ সাক্ষী থাকল বাংলা চলচ্চিত্রের এক আবেগঘন ইতিহাসের। মাইলফলক তৈরি করল ৪ অগাস্টের গোধূলির সন্ধিক্ষণ। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ধূমকেতুর জমকালো ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। নবছর পর মুক্তি পাচ্ছে এই ছবি। সব আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে দেব-শুভশ্রী এক মঞ্চে হাজির হলেন। দশ বছর পর ফের একসঙ্গে, এক মঞ্চে, আর এই কামব্যাকের সাক্ষী হতে কানায় কানায় পূর্ণ ছিল প্রেক্ষাগৃহ।

সময় যেন থমকে দাঁড়িয়েছিল সেই মুহূর্তে। দর্শকদের মুখে একটাই স্লোগান ছড়িয়ে পড়েছিল-“শিরায় শিরায় রক্ত, আমরা দেব-শুভশ্রীর ভক্ত”। এমন আবেগ, উচ্ছ্বাস, চোখে জল আর কণ্ঠে ভালোবাসার গর্জনে ঢেকে গিয়েছিল চারপাশ। মঞ্চে উপস্থিত গোটা ধূমকেতু টিমের সঙ্গে একত্রে আবেগের রঙে রঙিন হল সন্ধ্যা।

দর্শকদের উদ্দেশে শুভশ্রী বলেন, আমরা আমাদের জুটিকে টিকিয়ে রাখার জন্য কোনও চেষ্টা করিনি। আমরা শুধু বেঁচে ছিলাম আপনাদের ভালোবাসায়, হাসিতে, কান্নায়, অনুভূতিতে। আমাদের মধ্যে যা কিছু ছিল, তা আপনারাই বাঁচিয়ে রেখেছেন। উচ্ছ্বসিত দেব বলেন, ধূমকেতু আমাদের কাছে শুধুমাত্র একটি সিনেমা নয়। এটা এমন এক অনুভব, যা শব্দে ব্যাখ্যা করা যায় না। অনেক রাগ, অভিমান ভুলে আজকের এই মঞ্চে এসেছি। আমরা হয়তো ভবিষ্যতে আরও ছবি করব, কিন্তু ধূমকেতু আর ফিরে আসবে না।

ছবির প্রেক্ষাপট এক সৈনিকের হারিয়ে যাওয়া এবং ফিরে আসা; আত্মপরিচয়ের দ্বন্দ্ব, রাজনৈতিক প্রেক্ষাপট, এবং সম্পর্কের জটিল বুনন। দেব অভিনীত চরিত্র ভানুর কাহিনি কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই আবেগঘন সিনেমা। ধূমকেতু দেব-শুভশ্রীর ষষ্ঠ ছবি। প্রথম পাঁচটি ছবি যেমন বক্স অফিসে জনপ্রিয়তা পেয়েছে, এই ছবিও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন অনুরাগীরা।

এদিনের ট্রেলার লঞ্চের মঞ্চে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, পরমব্রত, চিরঞ্জিৎ, রুদ্রনীল প্রমুখ। তাঁরা সকলেই একবাক্যে বলেছেন—এই ছবি শুধু সিনেমা নয়, এক বার্তা, এক আবেগ, এক যাত্রার নাম।ছবি মুক্তি পাচ্ছে ১৪ অগাস্ট। কিন্তু ট্রেলার লঞ্চের সেই সন্ধ্যা যেন জানিয়ে দিল—ধূমকেতু ইতিমধ্যেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দেব-শুভশ্রীর আজকের এই মুহূর্ত বাংলা সিনেমার স্মরণীয় পাতায় জায়গা করে নিল। ধূমকেতু যে শুধু এক সিনেমা নয়, বরং এক সময়ের সাক্ষ্য, সেই সত্যিই আর অস্বীকার করার জায়গা নেই।

আরও পড়ুন- রাশিয়ার তেল থেকে মুনাফা! ভারতের উপর ধাপে ধাপে শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

_

_
_

_

_
_
_
_
_