Friday, December 5, 2025

এক মঞ্চে দেব-শুভশ্রী! আবেগের বিস্ফোরণ ধূমকেতুর ট্রেলার লঞ্চে

Date:

Share post:

২০২৫ সালের ৪ আগস্ট, নজরুল মঞ্চ সাক্ষী থাকল বাংলা চলচ্চিত্রের এক আবেগঘন ইতিহাসের। মাইলফলক তৈরি করল ৪ অগাস্টের গোধূলির সন্ধিক্ষণ। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ধূমকেতুর জমকালো ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। নবছর পর মুক্তি পাচ্ছে এই ছবি। সব আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে দেব-শুভশ্রী এক মঞ্চে হাজির হলেন। দশ বছর পর ফের একসঙ্গে, এক মঞ্চে, আর এই কামব্যাকের সাক্ষী হতে কানায় কানায় পূর্ণ ছিল প্রেক্ষাগৃহ।

সময় যেন থমকে দাঁড়িয়েছিল সেই মুহূর্তে। দর্শকদের মুখে একটাই স্লোগান ছড়িয়ে পড়েছিল-“শিরায় শিরায় রক্ত, আমরা দেব-শুভশ্রীর ভক্ত”। এমন আবেগ, উচ্ছ্বাস, চোখে জল আর কণ্ঠে ভালোবাসার গর্জনে ঢেকে গিয়েছিল চারপাশ। মঞ্চে উপস্থিত গোটা ধূমকেতু টিমের সঙ্গে একত্রে আবেগের রঙে রঙিন হল সন্ধ্যা।

দর্শকদের উদ্দেশে শুভশ্রী বলেন, আমরা আমাদের জুটিকে টিকিয়ে রাখার জন্য কোনও চেষ্টা করিনি। আমরা শুধু বেঁচে ছিলাম আপনাদের ভালোবাসায়, হাসিতে, কান্নায়, অনুভূতিতে। আমাদের মধ্যে যা কিছু ছিল, তা আপনারাই বাঁচিয়ে রেখেছেন। উচ্ছ্বসিত দেব বলেন, ধূমকেতু আমাদের কাছে শুধুমাত্র একটি সিনেমা নয়। এটা এমন এক অনুভব, যা শব্দে ব্যাখ্যা করা যায় না। অনেক রাগ, অভিমান ভুলে আজকের এই মঞ্চে এসেছি। আমরা হয়তো ভবিষ্যতে আরও ছবি করব, কিন্তু ধূমকেতু আর ফিরে আসবে না।

ছবির প্রেক্ষাপট এক সৈনিকের হারিয়ে যাওয়া এবং ফিরে আসা; আত্মপরিচয়ের দ্বন্দ্ব, রাজনৈতিক প্রেক্ষাপট, এবং সম্পর্কের জটিল বুনন। দেব অভিনীত চরিত্র ভানুর কাহিনি কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই আবেগঘন সিনেমা। ধূমকেতু দেব-শুভশ্রীর ষষ্ঠ ছবি। প্রথম পাঁচটি ছবি যেমন বক্স অফিসে জনপ্রিয়তা পেয়েছে, এই ছবিও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন অনুরাগীরা।

এদিনের ট্রেলার লঞ্চের মঞ্চে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, পরমব্রত, চিরঞ্জিৎ, রুদ্রনীল প্রমুখ। তাঁরা সকলেই একবাক্যে বলেছেন—এই ছবি শুধু সিনেমা নয়, এক বার্তা, এক আবেগ, এক যাত্রার নাম।ছবি মুক্তি পাচ্ছে ১৪ অগাস্ট। কিন্তু ট্রেলার লঞ্চের সেই সন্ধ্যা যেন জানিয়ে দিল—ধূমকেতু ইতিমধ্যেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দেব-শুভশ্রীর আজকের এই মুহূর্ত বাংলা সিনেমার স্মরণীয় পাতায় জায়গা করে নিল। ধূমকেতু যে শুধু এক সিনেমা নয়, বরং এক সময়ের সাক্ষ্য, সেই সত্যিই আর অস্বীকার করার জায়গা নেই।

আরও পড়ুন- রাশিয়ার তেল থেকে মুনাফা! ভারতের উপর ধাপে ধাপে শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...