Tuesday, August 12, 2025

ভারতের ওভাল জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে গিলদের কামব্যাকের লড়াইয়ের নানান মুহূর্ত

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করেছে ভারত (India Team)। কিন্তু ওভালে এক রুপোলি ইতিহাস তৈরি করেছে শুভমন গিলের (Shubman Gill) তরুণ ভারতীয় দল। কামব্যাকের লড়াইয়ে এক নতুন ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল। সেই সাফল্যেরই কোলাজ।

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দিন ভারতের রদ্ধশ্বাস লড়াই। সিরাজ, কৃষ্ণার হাত ধরে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ড্র ভারতীয় দলের।

শেষ দুই টেস্টে ভারতীয় দলের সাফল্যের অন্যতম কারিগড় ওয়াশিংটন সুন্দর। বল হাতে যেমন উইকেট তুলে নিয়েছেন, তেমনই ব্যাট হাতেও দুরন্ত পারফরন্যান্স দেখিয়েছেন সুন্দর।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অন্যতম সেরা পারফর্মার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এই সিরিজে প্রতি ম্যাচেই ভারতীয় দলের ড্যামেজ কন্ট্রোলার স্যার জাড্ডু।

শুধুমাত্র বল হাতে নয়, এই ওভাল টেস্টে ভারতীয় দলের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৬৬ রানের ইনিংস খেলেছিলেন আকাশদীপ।

দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের বড় লিড নেওয়ার পথে কঠিন সময়ে যশস্বীর সেঞ্চুরি ইনিংস, জয়ের রাস্তা প্রশস্ত করেছিল।

ভারতের ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্রয়ের সেরা ত্রয়ী।

ওভালে শেষ দিন সিরাজ (Mohammed Siraj) ও কৃষ্ণার (Prasidh Krishna) রুদ্ধশ্বাস লড়াইের পরই উচ্ছ্বাসে মাতোয়ারা হয় ভারতীয় দলের অধিনায়ক থেকে ক্রিকেটাররা। পিছিয়ে থেকেও সিরিজের ফলাফল শেষপর্যন্ত ২-২।

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ভারতীয় বোলার হিসাবে ২০ টি উইকেট নিয়ে নতুন রেকর্ড করেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

ওভাল টেস্টের শেষ দিন কঠিন সময়ে একাই সেরা তিন উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিলেন মহম্দ সিরাজই।

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করে এবং অধিনায়ক হিসাবে গাভাসকর, গ্যারি সোবার্সদের মতো তারকাদের রেকর্ড ভেঙে দিয়েছেন শুভমন গিল (Shubman Gill)।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিলিফ সেলিব্রেশনই ছিল মহম্মদ সিরাজের প্রধান অনুপ্রেরণা। প্রথম উইকেট তোলার পরই সেই সেলিব্রেশনে সিরাজ। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরাও তিনিই।

ভারতের সিরিজ ড্রয়ের পথে শেষ ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন প্রসিধ ক়ৃষ্ণা। তাঁর যোগ্য সঙ্গতেই সিরাজের উইকেট নেওয়ার রাস্তা প্রশস্ত হয়েছিল। ,দুই ইনিংস মিলিয়ে একাই তুলে নিয়েছেন ৮ উইকেট।

ওভাল টেস্টে জয়ের লক্ষ্যের প্রস্তুতিতে টিম ইন্ডিয়া।

ওভাল টেস্টে সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানেই ভারতের কামব্যাক লড়াইয়ের অন্যতম প্রধান অস্ত্র প্রসিধ কৃষ্ণা।

নানান সমালোচনার জবাবটা শেষপর্যন্ত ওভাল টেস্টেই দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। ওভালে যখন সকলেই ব্যাট হাতে ব্যর্থ, দ্বিতীয় ইনিংসে যশস্বীর চওড়া ব্যাটেই লড়াইয়ের পথে ঘুরে দাঁড়িয়েছিল জয়সওয়াল। সেঞ্চুরি ইনিংসের খেলার মুহূর্তে উচ্ছ্বসিত যশস্বী জয়সওয়াল।

প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের মাটিতে তাদেরই বিরুদ্ধে ছটি অর্ধশতরান করার রেকর্ড গড়েছেন রবীন্দ্র জাদেজা।

চতুর্থ টেস্টে ওাশিংটন সুন্দরের দাপুটে ইনিংসের সৌজন্যই ম্যাঞ্চেস্টারে টেস্ট ড্র করে লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছিল ভারতীয় দল।

দেশের জন্য নিজের একশো শতাংস দিতে প্রস্তুত ঋষভ পন্থ। সিরিজে জোড়া সেঞ্চুরি। চতুর্থ টেস্টে ভাঙা পা নিয়েও ব্যাটিং করতে নেমেছিলেন ঋষভ পন্থ।

রোহিত শর্মার উত্তরসূরী হিসাবে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সিরিজেউ ফুলমার্কস পেয়ে পাশ করে গেলেন শুভমন গিল। ব্যাটার হিসাবে যেমন সর্বোচ্চ রান করলেন সিরিজে। তেমনই অধিনায়ক হিসাবেও কেরিয়ারের প্রথম টেস্ট সিরিজেই সফল। তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নেমেছে শুভেচ্ছা বার্তার ঢল। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা শুভমন গিলের প্রশংসায় পঞ্চমুখ।

spot_img

Related articles

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের আঘাত: রফতানির ধসে পড়ার ছবি প্রকাশ তৃণমূলের

ভারতীয় সামগ্রীর উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক চাপানোর প্রভাবে ভারতের গোটা রফতানি শিল্পই ভেঙে পড়ার মুখে। বিশ্বের বড়...

হীরের আংটি দিয়ে জর্জিয়ানাকে বিয়ের প্রস্তাব রোনাল্ডোর

দীর্ঘ ৮ বছরের সম্পর্ক, অবশেষে বিয়ের বাঁধনে বাধা পড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জর্জিয়ানা রডরিগেজকে (Georgia Rodriguez) বিয়ের...

চার মাস আগেই নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী! আল জাজিরার সাংবাদিকের শেষবার্তায় অবাক বিশ্ব

মাস চারেক আগেই নিজের মৃত্যুর কথা বলে গেছিলেন ২৮ বছরের সাংবাদিক (Anas Al Sharif)। রেখে গেছিলেন বিদায় বার্তা।...

অভ্যন্তরীণ তদন্ত কমিটি গড়ার পরেই মুখ্যসচিবকে তলব কমিশনের

ভোটার তালিকা সংক্রান্ত কাজ নিয়ে কমিশনের অভিযোগের কারণে রাজ্য সরকার পাঁচ আধিকারিক ও কর্মীকে কাজ থেকে অব্যাহতি দিয়েছিল।...