Thursday, August 21, 2025

ডিএ মৌলিক অধিকার নয়: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ধাক্কা কর্মচারীদের

Date:

Share post:

রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে কোনও বাধ্যবাধকতার জায়গা নেই। শুনানির পর্যবেক্ষণে জানাল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ডিএ মৌলিক অধিকার বলা যেতে পারে এমন কিছুই পাওয়া যাচ্ছে না। প্রশ্ন করা হয়, ডিএ (Dearness allowance) মৌলিক অধিকার (fundamental right), এমন দাবির পিছনে তাঁদের কোনও যুক্তি রয়েছে কী?

বিরতির আগে প্রথম পর্বের শুনানিতে দুই পক্ষ – অর্থাৎ রাজ্য সরকার ও কর্মচারীরা বক্তব্য রেখেছে। রাজ্য সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল ও আইনজীবী শ্যাম দিওয়ান।

রাজ্য সরকারের পক্ষে আইনজীবী শ্যাম দিওয়ান বলেন ডিএ (Dearness allowance) দেওয়া বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বক্তব্যও তিনি তুলে ধরেন। বলেন, রাজ্য সরকার কর্মচারিদের কত শতাংশ ডিএ দেবে তা রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং পারিপার্শ্বিক বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। কর্মচারীদের পক্ষে আইনজীবী ঘুরিয়ে নাক দেখানোর ভঙ্গিতে বলেন, তাঁরাও জানেন ডিএ বাধ্যতামূলক নয়। কিন্তু তাঁরা আইনি অধিকার বলে সেটা চাইছেন।

সিব্বল পাল্টা বলেন, দেশের অন্তত ১৩টি রাজ্য রয়েছে যারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যগুলি তাদের আর্থিক পরিস্থিতির ভিত্তিতেই ডিএ দিয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারও সেই পথেই রয়েছে। ডিএ দেওয়া হয় না এমন নয়। কার্যত কোন আইনের বলে ডিএ-র দাবি নিয়ে শীর্ষ আদালতে সরকারি কর্মীরা, তাঁদের এখন সেটাই প্রমাণ করতে হবে।

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...