Friday, November 14, 2025

জয়রামবাটী-কামারপুকুর উন্নয়নে বোর্ড গড়লেন মুখ্যমন্ত্রী, ১০ কোটি টাকা অনুদান ঘোষণা

Date:

Share post:

হুগলির প্লাবন পরিদর্শনে গিয়ে কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনে গিয়ে এলাকার উন্নয়নে বোর্ড (Development Board) গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সেখানে একটি অতিথি নিবাস ও পার্কিং লটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার পরেই বোর্ড গঠনের কথা জানান তিনি। সঙ্গে ১০ কোটি টাকা অনুদান ঘোষণা করেন তিনি।

এদিন, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে দাঁড়িয়ে তাঁর বাণী স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। বলেন, ”হিন্দু ধর্ম বোঝার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই। এখানেই শ্রীরামকৃষ্ণ, শ্রী মা সারদাদেবী, স্বামী বিবেকানন্দের কর্মক্ষেত্র। এই কামারপুকুরে এলেই তা উপলব্ধি করা যাবে। তাঁরা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে গিয়েছেন।”

এরপরেই মমতা (Mamata Banerjee) জানান, পরমহংসদেবের স্মৃতি বিজড়িত এলাকার উন্নয়নে বোর্ড গঠন করে দিলেন। কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামীজিকেই প্রধানের দায়িত্ব দেন তিনি। সঙ্গে থাকবেন মুখ্যসচিব। বোর্ডের সদস্য বেছে নেবেন মিশনের স্বামীজিই। এর সঙ্গে ১০ কোটি টাকা অনুদান ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

স্বামীজিদের উপস্থিতিতে সেখানে এক অতিথি নিবাস ও পার্কিং লট তৈরি হওয়ার জন্য ১০ কোটি টাকা অনুদান দেন মুখ্যমন্ত্রী। এরপরই রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দের বাণীর কথা স্মরণ করে মমতা বলেন, ”স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘একতাই আমাদের বল/বিচ্ছিন্নতা পতনের কারণ।’ আমরা ভাগাভাগিতে বিশ্বাসী নই। আমরা সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে লড়াই করি।” বোঝালেন শ্রীরামকৃষ্ণ কথিত, ‘টাকা মাটি মাটি টাকা’র মর্মার্থ। মুখ্যমন্ত্রীর মতে, মানুষের চরিত্র গঠনে অতি গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ, বিবেকানন্দর বাণী। আর শ্রী সারদা মা শিখিয়েছেন, সহনশীল, ক্ষমাসুলভ হতে। এ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’, বিবেকানন্দের ‘তরুণের স্বপ্ন’ বইয়ের কথাও উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী।একইসঙ্গে এই মুহূর্তে বাংলা ভাষা ও বাঙালির উপর দেশজুড়ে ‘হেনস্তা’র বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হয়েছে, সেই ইস্যুও মুখ্যমন্ত্রী উসকে দিলেন কামারপুকুর থেকে। মনে করিয়ে দিলেন, মনীষীদের বাণী তৈরি হয়েছে যে ভাষায়, সেই ভাষার ‘অপমান’ সহ্য করবে না বাংলা।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...