ওভালে রুদ্ধশ্বাস জয়, শুভেচ্ছায় ভাসছেন সিরাজ, টিম ইন্ডিয়া

Date:

Share post:

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুঃসাহসিক লড়াই। শেষদিন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং প্রসিধ কৃষ্ণার কঠিন চ্যালেঞ্জের সামনে ব্রিটিশ বাহিনীর অসহায় আত্মসমর্পন ছাড়া কোনও উপায়ই ছিল না। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোই শুধু নয়, বেন স্টোকসসদের (Ben Stokes) ঘরের মাঠে তাদের হারিয়ে সিরিজ ড্র করেছে ভারতীয় দল। ওভালে জয়ের পরই বাঁধ ভাঙা উচ্ছ্বাস শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের।

সেই উচ্ছ্বাসে গা ভাসিয়েছেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরাও। এই সিরিজটাই অধিনায়ক হওয়ার পর প্রথম পরীক্ষা ছিল শুভমন গিলের (Shubman Gill) সামনে। সেখানেই ফুল মার্কস পেয়ে পাশ করেছেন গিল। গোটা সিরিজে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি। অধিনায়ক থেকে ব্যাটার হিসাবে বহু রেকর্ডের মালিক শুভমন গিল।

ম্যাচ জয়ের পর উচ্ছ্বাসে ভাসছেন তিনি। একইসঙ্গে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট মহলও। ম্যাচ শেষেই সিরাজকে নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক শুভমন গিলও। তিনি জানিয়েছেন, “আমি সিরিজের শুরু থেকেই বলেছিলাম যে আমরা একমাত্র সিরাজ ভাইয়ের ওপরই সবচেয়ে বেশি ভরসা করি”।

শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে বিরাট কোহলির (Virat Kohli) তরফ থেকেও। সিরাজ (Mohammed Siraj) তাঁর বরাবরাই খুব প্রিয়। ভারতীয় দলকে শুভেচ্ছা তো পাঠিয়েছেনই, বিশেষ কৃতিত্ব দিলেন সিরাজকে। বিরাট কোহলি লিখেছেন, “একটা অসাধারণ জয় ভারতের। বিশেষ করে সিরাজ এবং কৃষ্ণা যে মানসিক দৃড়তা দেখিয়েছেন, সেটাই আমাদের এই জয়ের কাছে পৌঁছে দিয়েছে। তবে আমার কাছে বিশেষ সিরাজ। কারণ সে দলের জন্য নিজের সবটা উজার করে দেয়”।

বর্তমান প্রজন্মের পাশাপাশি প্রাক্তন থেকে বিশেষজ্ঞরাও উচ্ছ্বসিত। ভারতীয় দলের এক সময়ের সেরা টেস্ট তারকা ভিভিএস লক্ষ্মণের মতে, “কী অসাধারণ একটা সিরিজ হল। ভারতীয় দল এই গোটা সিরিজে সম্পূর্ণ শাসন করার পাশাপাশি তাদের বহু মনে রাখার মতো মুহূর্ত রয়েছে। এভাবেই এগিয়ে চলুক এই তরুণ ক্রিকেটাররা”।

গিলের পাশাপাশি সিরাজকে নিয়ে উচ্ছ্বসিত ওয়াসিম জাফরও। তাঁর মতে এই সিরিজের সেরা ক্রিকেটার মহম্মদ সিরাজ। তিনি জানিয়েছেন, “আমার মতে এই সিরিজের সেরা ক্রিকেটার মহম্মদ সিরাজ। কারণ একমাত্র ভারতীয় পেসার যে পাঁচটি ম্যাচেই খেলে গিয়েছেন এবং প্রতি ম্যাচেই নিজের সম্পূর্ণটা উজার করে দিয়েছেন”।

শুধুমাত্র ভারতীয় তারকারাই নন। ভারতীয় দলের এই সাফল্যের জন্য সিরাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভনও। তাঁর মতে, “দুই দল থেকে কাউকে যদি আমায় বাছতে হয় সেটা হবেন মহম্মদ সিরাজ। গোটা সিরিজে তাঁর যা অবদান তা এক কথায় অনস্বীকার্য”।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

ঘরের মাঠে বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করাই লক্ষ্য হরমনপ্রীতের

পুজোর মরশুমে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় মহিলা দল।...

আপত্তি ছয় বিদেশির! মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

মোহনবাগানের (Mohun Bagan)  ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তার দোলাচাল অব্যাহত। আগামী সোমবার এসিএল দুইয়ের (ACL 2) দ্বিতীয় ম্যাচে ইরানে...

ব্যাটিংয়ে অভিষেক নির্ভরতা থেকে সূর্যের রান খরা, ফাইনালের আগে চিন্তার একাধিক কারণ

রবিবার এশিয়া কাপের (Asia Cup) মেগা ফাইনাল।  শুক্রবার ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচের আগেই  ফাইনালের দুই দল নিশ্চিত...