টানা বৃষ্টিপাতের জেরে ফের একবার বড় ধস সেবক-রংপো (Sevok Rongpo) রেল প্রকল্পে! মঙ্গলবার সকালে টানেল নম্বর ৭-এর ইন-এডিট অংশের সামনে থাকা স্লোপ প্রোটেকশন (ঢাল রক্ষা কাঠামো) হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার রবিঝোরা এলাকায়। রবিবার রাত থেকেই পাহাড়ি অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর প্রভাব পড়ে নির্মাণাধীন রেল প্রকল্পে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকেই ওই স্লোপ প্রোটেকশনে ফাটল দেখা গিয়েছিল। তবে মঙ্গলবার সকালেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

এই রেল প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা IRCON-এর অধীনস্থ হায়দরাবাদের (Hydrabad) একটি নির্মাণ সংস্থা ওই স্লোপ প্রোটেকশন নির্মাণ করেছিল। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন, অঞ্চলটির ভূগঠনে নরম পাহাড় ও অতিবৃষ্টির কারনেই এই ধস। ঘটনায় যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা দ্রুত ধসে যাওয়া অংশে নতুন করে নির্মাণকাজ শুরু করেছে।

এদিকে ধসের কারণে শুধু রেল প্রকল্পই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কও। রবিবার রাত থেকেই ওই সড়কে একাধিক জায়গায় ধস নামায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এর ফলে বিপাকে পড়েছেন নিত্যযাত্রী ও পর্যটকরা।

এই ঘটনার জেরে রাজ্য প্রশাসনের দায়িত্ব আরও বাড়ল—পরিবেশ ও মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদদের একাংশ এর বিরুদ্ধে আগেই সতর্ক করেছিলেন। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে—উত্তরবঙ্গের ভঙ্গুর পাহাড়ি অঞ্চলে এই ধরনের প্রকল্প কতটা নিরাপদ? আরও পড়ুনঃবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শতাধিক মাটির বাড়ি! গৃহহীনদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আনতে নির্দেশ মুখ্যসচিবের

–

—

–

–

–

–

–
–
–
–