Wednesday, August 20, 2025

সেবক-রংপো রেল টানেল ৭-এর কাছে বিশাল ধস! আতঙ্কে স্থানীয়রা

Date:

Share post:

টানা বৃষ্টিপাতের জেরে ফের একবার বড় ধস সেবক-রংপো (Sevok Rongpo) রেল প্রকল্পে! মঙ্গলবার সকালে টানেল নম্বর ৭-এর ইন-এডিট অংশের সামনে থাকা স্লোপ প্রোটেকশন (ঢাল রক্ষা কাঠামো) হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার রবিঝোরা এলাকায়। রবিবার রাত থেকেই পাহাড়ি অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর প্রভাব পড়ে নির্মাণাধীন রেল প্রকল্পে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকেই ওই স্লোপ প্রোটেকশনে ফাটল দেখা গিয়েছিল। তবে মঙ্গলবার সকালেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

এই রেল প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা IRCON-এর অধীনস্থ হায়দরাবাদের (Hydrabad) একটি নির্মাণ সংস্থা ওই স্লোপ প্রোটেকশন নির্মাণ করেছিল। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন, অঞ্চলটির ভূগঠনে নরম পাহাড় ও অতিবৃষ্টির কারনেই এই ধস। ঘটনায় যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা দ্রুত ধসে যাওয়া অংশে নতুন করে নির্মাণকাজ শুরু করেছে।

এদিকে ধসের কারণে শুধু রেল প্রকল্পই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কও। রবিবার রাত থেকেই ওই সড়কে একাধিক জায়গায় ধস নামায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এর ফলে বিপাকে পড়েছেন নিত্যযাত্রী ও পর্যটকরা।

এই ঘটনার জেরে রাজ্য প্রশাসনের দায়িত্ব আরও বাড়ল—পরিবেশ ও মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদদের একাংশ এর বিরুদ্ধে আগেই সতর্ক করেছিলেন। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে—উত্তরবঙ্গের ভঙ্গুর পাহাড়ি অঞ্চলে এই ধরনের প্রকল্প কতটা নিরাপদ? আরও পড়ুনঃবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শতাধিক মাটির বাড়ি! গৃহহীনদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আনতে নির্দেশ মুখ্যসচিবের

spot_img

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...