Wednesday, November 5, 2025

সেবক-রংপো রেল টানেল ৭-এর কাছে বিশাল ধস! আতঙ্কে স্থানীয়রা

Date:

Share post:

টানা বৃষ্টিপাতের জেরে ফের একবার বড় ধস সেবক-রংপো (Sevok Rongpo) রেল প্রকল্পে! মঙ্গলবার সকালে টানেল নম্বর ৭-এর ইন-এডিট অংশের সামনে থাকা স্লোপ প্রোটেকশন (ঢাল রক্ষা কাঠামো) হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার রবিঝোরা এলাকায়। রবিবার রাত থেকেই পাহাড়ি অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর প্রভাব পড়ে নির্মাণাধীন রেল প্রকল্পে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকেই ওই স্লোপ প্রোটেকশনে ফাটল দেখা গিয়েছিল। তবে মঙ্গলবার সকালেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

এই রেল প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা IRCON-এর অধীনস্থ হায়দরাবাদের (Hydrabad) একটি নির্মাণ সংস্থা ওই স্লোপ প্রোটেকশন নির্মাণ করেছিল। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন, অঞ্চলটির ভূগঠনে নরম পাহাড় ও অতিবৃষ্টির কারনেই এই ধস। ঘটনায় যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা দ্রুত ধসে যাওয়া অংশে নতুন করে নির্মাণকাজ শুরু করেছে।

এদিকে ধসের কারণে শুধু রেল প্রকল্পই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কও। রবিবার রাত থেকেই ওই সড়কে একাধিক জায়গায় ধস নামায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এর ফলে বিপাকে পড়েছেন নিত্যযাত্রী ও পর্যটকরা।

এই ঘটনার জেরে রাজ্য প্রশাসনের দায়িত্ব আরও বাড়ল—পরিবেশ ও মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদদের একাংশ এর বিরুদ্ধে আগেই সতর্ক করেছিলেন। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে—উত্তরবঙ্গের ভঙ্গুর পাহাড়ি অঞ্চলে এই ধরনের প্রকল্প কতটা নিরাপদ? আরও পড়ুনঃবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শতাধিক মাটির বাড়ি! গৃহহীনদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আনতে নির্দেশ মুখ্যসচিবের

spot_img

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...