Thursday, December 25, 2025

ধূপগুড়িতে আইবি কর্মীকে রাস্তায় হেনস্থা শুভেন্দুর! তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

ধূপগুড়ির জলঢাকা সেতুর কাছে এক দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীকে প্রকাশ্যে হেনস্থা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার শিকার আইবি বিভাগের সিভিক ভলেন্টিয়ার নির্মল চন্দ্র রায়। বাড়ি মাগুরমারী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়ায়। ওই সময় তিনি রাজ্য সরকারের গোয়েন্দা শাখা আইবি-র অন্তর্গত নির্দিষ্ট দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই সাদা পোশাকে কর্তব্যরত ছিলেন বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনও বেআইনি কাজের প্রমাণ মেলেনি।মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।

তবুও শুভেন্দু অধিকারী আচমকা নিজের গাড়ি থামিয়ে কর্মীদের নির্দেশ দেন সিভিক ভলেন্টিয়ার নির্মল চন্দ্র রায়ের ভিডিও তুলতে। এরপর জনসমক্ষে অভিযোগ তোলেন, তিনি ইউনিফর্ম ছাড়া ডিউটি করছেন। হেনস্থার মুখে পড়ে হাত জোড় করে অনুরোধ জানান, তিনি শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করছেন এবং অনুগ্রহ করে তাঁকে এভাবে অপমান না করা হোক।কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন শুভেন্দু অধিকারী।

এই প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার (খন্ডবহাল) উমেশ গণপত এই প্রসঙ্গে বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে যে ব্যক্তি দেখা গিয়েছেন, তিনি জেলা পুলিশের অন্তর্গত নন। তিনি পশ্চিমবঙ্গ আইবি বিভাগের কর্মী। তিনি নিজের নির্ধারিত দায়িত্বই পালন করছিলেন এবং তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। রাজ্যের বিরোধী দলনেতার এহেন কাজের তীব্র বিরোধীতা করেছে তৃণমূল। জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা বিজেপির লক্ষ্য হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার কর্মী নিজেদের নির্দিষ্ট দায়িত্বে কাজ করছেন। তাঁদের এভাবে অপমানিত করা একেবারেই নিন্দনীয়।

আরও পড়ুন- শিক্ষক নিয়োগে আবেদন সংশোধনে বাড়তি সময়! বিজ্ঞপ্তি জারি এসএসসি-র 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...