Thursday, August 21, 2025

ধূপগুড়িতে আইবি কর্মীকে রাস্তায় হেনস্থা শুভেন্দুর! তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

ধূপগুড়ির জলঢাকা সেতুর কাছে এক দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীকে প্রকাশ্যে হেনস্থা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার শিকার আইবি বিভাগের সিভিক ভলেন্টিয়ার নির্মল চন্দ্র রায়। বাড়ি মাগুরমারী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়ায়। ওই সময় তিনি রাজ্য সরকারের গোয়েন্দা শাখা আইবি-র অন্তর্গত নির্দিষ্ট দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই সাদা পোশাকে কর্তব্যরত ছিলেন বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনও বেআইনি কাজের প্রমাণ মেলেনি।মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।

তবুও শুভেন্দু অধিকারী আচমকা নিজের গাড়ি থামিয়ে কর্মীদের নির্দেশ দেন সিভিক ভলেন্টিয়ার নির্মল চন্দ্র রায়ের ভিডিও তুলতে। এরপর জনসমক্ষে অভিযোগ তোলেন, তিনি ইউনিফর্ম ছাড়া ডিউটি করছেন। হেনস্থার মুখে পড়ে হাত জোড় করে অনুরোধ জানান, তিনি শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করছেন এবং অনুগ্রহ করে তাঁকে এভাবে অপমান না করা হোক।কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন শুভেন্দু অধিকারী।

এই প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার (খন্ডবহাল) উমেশ গণপত এই প্রসঙ্গে বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে যে ব্যক্তি দেখা গিয়েছেন, তিনি জেলা পুলিশের অন্তর্গত নন। তিনি পশ্চিমবঙ্গ আইবি বিভাগের কর্মী। তিনি নিজের নির্ধারিত দায়িত্বই পালন করছিলেন এবং তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। রাজ্যের বিরোধী দলনেতার এহেন কাজের তীব্র বিরোধীতা করেছে তৃণমূল। জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা বিজেপির লক্ষ্য হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার কর্মী নিজেদের নির্দিষ্ট দায়িত্বে কাজ করছেন। তাঁদের এভাবে অপমানিত করা একেবারেই নিন্দনীয়।

আরও পড়ুন- শিক্ষক নিয়োগে আবেদন সংশোধনে বাড়তি সময়! বিজ্ঞপ্তি জারি এসএসসি-র 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...