আউটস্ট্যান্ডিং-কমেন্ডেবল সার্ভিসের পুরস্কার! মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পাচ্ছেন ছয় পুলিশ আধিকারিক

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগে মনোবল বাড়ছে রাজ্য পুলিশের। মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পাচ্ছেন রাজ্য পুলিশের ছ’জন কর্মরত আধিকারিক। এর মধ্যে চারজনকে দেওয়া হচ্ছে ‘মুখ্যমন্ত্রীর পুলিশ পদক ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং দু’জন পাচ্ছেন ‘কমেন্ডেবল সার্ভিস’-এর জন্য সম্মান। ১৫ অগাস্ট কলকাতার রেড রোডে আয়োজিত স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হাতে পদক তুলে দেবেন।

৫ অগস্ট প্রকাশিত রাজ্য পুলিশের সদর দফতরের সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আউটস্ট্যান্ডিং সার্ভিস’ বিভাগে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন— মালদা রেঞ্জের আইজিপি দীপ নারায়ণ গোস্বামী, রাজ্য ট্রাফিক শাখার আইজিপি গৌরব শর্মা, কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (সদর) মীরাজ খালিদ এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর ডিআইজি দেবস্মিতা দাস। অন্যদিকে, ‘কমেন্ডেবল সার্ভিস’ বিভাগে সম্মানিত হতে চলেছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার (ডিআইজি পদমর্যাদায়) অরিজিৎ সিনহা এবং বাঁকুড়া জেলার এসআই (এবি) ইশ্বর সোরেন।

জানা গিয়েছে, এই পদকের জন্য মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের পেশাগত নিষ্ঠা, দক্ষতা, নিরপেক্ষতা এবং দায়িত্ব পালনের গুণমানকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত আধিকারিকদের স্বাধীনতা দিবসের মহড়া ও মূল অনুষ্ঠানে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই কারণে যেন তাঁদের দৈনন্দিন কাজের স্বাভাবিকতায় কোনও ব্যাঘাত না ঘটে। রাজ্য পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (হেডকোয়ার্টার্স)-এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সম্মান পুলিশ বিভাগে বাড়তি মনোবল ও অনুপ্রেরণার সঞ্চার করবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন- শুল্ক দ্বিগুণ ট্রাম্পের! রেখেঢেকে উত্তর দিল ভারত, তুলোধনা তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সতর্ক রাজ্য! ডেঙ্গি মোকাবিলায় বিশেষ বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ মু্খ্যসচিবের

ডেঙ্গি নিয়ে বিশেষ সতর্ক রাজ্য। মুখ্যসচিব মনোজ পন্থ ইতিমধ্যেই ডেঙ্গি প্রতিরোধে বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দফতর,...

সুপ্রিম নির্দেশে বাতিল প্যানেলের চাকরিহারাদের ফিরবে পুরোনো চাকরি! ২৫ অক্টোবর কাউন্সেলিং এসএসসির

২০১৬ সালের বাতিল প্যানেলের আনটেন্টেড চাকরিহারাদের মধ্যে যারা আগে সরকারি স্কুলে চাকরি করতেন, তারা চাইলে পুরোনো চাকরিতে ফেরার...

নাসিক নির্ভরতা কমাতে রাজ্যে বড় উদ্যোগ, তৈরি হবে ৭৭৫ পেঁয়াজ গোলা

পেঁয়াজ সংরক্ষণের অভাবে কৃষককে জমি থেকে তুলে নেওয়া পেঁয়াজই বিক্রি করতে হয়, ফলে তারা ভালো দামে পণ্য বিক্রি...

বড় পদক্ষেপ সরকারের! এবার পর্যটকদের জন্য খুলে গেল রাজ্যের ১১টি পরিদর্শন বাংলো 

পর্যটনের পরিকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সেচ ও জলপথ দফতরের অধীনে রাজ্যের বিভিন্ন জেলায়...