Friday, November 14, 2025

যুবভারতীতে বাংলা ও বাঙালি বিদ্বেষের প্রতিবাদে মোহন জনতা

Date:

Share post:

যতবারই বাংলা কিংবা বাঙালির ওপর নেমে এসেছে অন্যায়ের খাঁড়া, গর্জে উঠেছে ফুটবল মাঠ। এবারও তার অন্যথা হল না। ইস্টবেঙ্গলের (Eastbengal) পর এবার বাংলা ও বাঙালিকে বিদ্বেষের প্রতিবাদে গর্জে উঠল মোহনবাগান (Mohunbagan) সমর্থকরাও। শনিবারের যুবভারতীতে ফের উড়ল বাংলা বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদের টিফো। বাংলা এবং বাঙালিকে যত হেনস্থা করার চেষ্টা হবে, প্রতিবাদের স্বর যে আরও চওড়া হবে তা ফের একবার বুঝিয়ে দিল কলকাতার আরেক প্রধান মোহনবাগান (Mohunbagan)। মনীষীদির ছবি দিয়েই যুবভারতীতেও প্রতিবাদ।

গোটা যুবভারতী (Yuvabharati Stadium) স্টেডিয়াম জুড়ে এদিন শুধুই প্রতিবাদের ছবি দেখা গেল। বিগত বেশ কয়েদিন ধরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর শুরু হয়েছে অত্যাচার। বাংলা ভাষা বলার অপরাধে বারবার বাঙালিদের বাংলাদেশি বলে অত্যাচারের পরিমান বাড়িয়েছে বিজেপি শাসিত রাজ্যের প্রশাসন। এরই প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোটা রাজ্য জুড়ে তাঁরই উদ্যোগে শুরু হয়েছে ভাষা আন্দোলনও।

তারই শরিক এবার কলকাতার ফুটবলও (Kolkata Football)। ফুটবল বরাবরই বাঙালির ওপর অত্যাচারের প্রতিবাদের ভাষা হয়ে উঠে এসেছে। শনিবার মোহনবাগান (Mohunbagan) বনাম ডায়মন্ডহারবার (DHFC) ম্যাচেও ফের একবার প্রতিবাদের রং সবুজ-মেরুন। মার্তৃভাষার অপমানের প্রতিবাদে যুবভারতী জুড়ে শুধুই প্রতিবাদী টিফো।

ছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়

কোথাও লেখা “বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হউক সত্য হউক সত্য হউক”। আবার কোনও টিফোতে মার্তৃভাষাকে নিয়ে লেখা হয়েছে, “বাংলা আমার মার্তৃভাষা, আমার ধাত্রীভূমি আমরা মোহনবাগানী”।

গোটা যুবভারতী এদিন ঢেকেছিল বাংলা ও বাঙালি বিদ্বেষের প্রতিবাদের টিফোতে। রবীন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দের ছবিই এদিন মোহন জনতার প্রতিবাদের ভাষা। বাংলা এবং বাঙালির ওপর অত্যাচার যত বাড়বে, প্রতিবাদ যে ততটাই শক্তিশালী হবে তা ফের একবার স্পষ্ট হয়ে গেল।

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...