আহত অভয়ার মা: দুভাগ ‘আন্দোলন’ মঞ্চ! পিছনে ধস্তাধস্তি করে প্রচারের আলোয় কারা, প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

এক আন্দোলনে অরাজনৈতিক ট্যাগ ঝুলিয়ে এক হয়েছিল রাম-বাম। বছর ঘুরতেই একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে ভাগ হয়ে গেল বিচারের দাবিতে তৈরি হওয়া অভয়া মঞ্চ। নবান্ন অভিযানে লোক না হওয়ায় বামেদের উপর খেপলেন বিরোধী দলনেতা। আর আন্দোলনে গিয়ে অভয়ার মা আহত হওয়ায় শুভেন্দু (Suvendu Adhikary) অনুগামীদের উপর দায় চাপালেন অভয়া মঞ্চের চিকিৎসকরা। আর তাতেই যেন আদতে কীভাবে আহত হলেন অভয়ার মা,সেই ইস্যুটাই ধামাচাপা না পড়ে যায়, সতর্ক রাজ্যের শাসকদল। সেই সঙ্গে প্রশ্ন তোলা হল, পিছন থেকে ঠেলাঠেলিতে যারা ভূমিকা নিয়েছিলেন তাদের ভূমিকা এই আঘাতের পিছনে কতটা।

শহরের রাস্তাঘাট আটকে শুক্রবার যে ফ্লপ শো আয়োজন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাতে যোগ না দেওয়ার কথা আগেই জানিয়েছিল অভয়া মঞ্চ। তাদের দাবি, বিজেপি যদি আন্দোলন করে তাহলে আগে সিবিআই-এর উপর চাপ দিক। আগে অভয়ার বিচার সিবিআই (CBI) দফতর থেকে নিয়ে আসুন বিরোধী দলনেতা, স্পষ্ট জানান জুনিয়র চিকিৎসক সংগঠনের (WBJDF) নেতা অনিকেত মাহাতো। ফলে শুক্রবারের অভিযানে লোক ভরাতে ব্যর্থ বিজেপি। তাতেই খেপে লাল শুভেন্দু। ২০১১ সালের উদাহরণ তুলে ধরে এসইউসিআই (SUCI) সমর্থিত চিকিৎসককে কাঠগড়ায় তোলার চেষ্টা চালান তিনি।

যদিও পাল্টা অনিকেত সিবিআই-এর বিচার নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দুকে কাঠগড়ায় তোলেন। জোট ভেঙে যাচ্ছে দেখে ঐক্যবদ্ধ থাকার ডাকও দেয় অনিকেত। তবে জুনিয়র চিকিৎসকদের থেকে এক কাঠি এগিয়ে অভয়া মঞ্চের সিনিয়র চিকিৎসকরা অভয়ার মায়ের আঘাতের জন্য সরাসরি শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীদের উপরই দোষ চাপিয়েছেন। তাঁদের ইঙ্গিত, আন্দোলনের নামে ডেকে নিয়ে গিয়ে নিরাপত্তা যারা দিতে পারেনি, আঘাতের দায় তাদের।

আরও পড়ুন: বিমানবন্দরের কাছে চলন্ত বাসে আগুন! বিপদমুক্ত যাত্রীরা

তবে আর জি করের ঘটনায় রাজনীতির আখের গোছানো বাম-রামের দায় ঠেলাঠেলিতে আসল প্রচারের আলোয় আসার ইস্য়ুটাই আরও স্পষ্ট হচ্ছে, দাবি রাজ্যের শাসকদলের। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের স্পষ্ট দাবি, এত মিডিয়া, এত চ্যানেল, এত কাগজ, এত পোর্টাল, এত ফেস বুক, এত এক্স, এত সোশ্যাল মিডিয়া, এত ফোন-ক্যামেরা- কেউ একটা ছবি দিতে পারলেন না অভয়ার মায়ের আহত হওয়ার অভিযোগের সমর্থনে। অথচ অভিযোগ নিয়ে বিবৃতি চলছে। বাস্তব হল পুলিশ ওঁদের আহত করেনি। পিছন থেকে ঠেলে যাঁরা ওঁদের ধস্তাধস্তির মধ্যে সামনে দিচ্ছিল, ওদের জিজ্ঞেস করুন কী হয়েছিল। শকুনরা পরিকল্পিতভাবে প্রচার চাইছিল, আগের দিনই বলেছিলাম। মিলিয়ে নিন।

spot_img

Related articles

দুর্গাপুর গণধর্ষণ: ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সব অভিযুক্ত, এখনও আটক নির্যাতিতার সঙ্গী

ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের (gang rape) অভিযোগ দায়ের হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সব অভিযুক্ত। রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দলকে জিতিয়ে মাঠেই প্রাণ হারালেন বোলার, বাইশ গজে ফের মর্মান্তিক পরিণতি

খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু। দলকে জিতিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। মৃত ক্রিকেটারের নাম আহমের খান(Ahmar Khan)।...

ভুটানের জলেই ভেসেছে উত্তর, ওরাও ক্ষতিপূরণ দিক: ফের রিভার কমিশনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী

ভুটানের (Bhutan) জলেই ভেসেছে বাংলার উত্তর। এত ক্ষয়ক্ষতি। ওদের ক্ষতিপূরণ দিতে হবে। ফের একবার রিভার কমিশনের দাবি জানিয়ে...

RSS-এর অফিসে ছোট থেকে যৌন নিগ্রহের শিকার, আত্মঘাতী তরুণ

ছোট থেকেই চলেছে লাগাতার যৌন নির্যাতন, মানসিক যন্ত্রণা ও অবসাদে আত্মঘাতী কেরলের তথ্যপ্রযুক্তি কর্মী আনন্দু আজি। আরএসএস -এর(RSS)...