Wednesday, August 13, 2025

মাঝ আকাশে দু’ঘণ্টা, প্রাণহাতে ল্যান্ডিং! বিমান যাত্রার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার কংগ্রেস নেতার

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিষেবা নিয়ে দুর্ভোগ যেন থামতে চাইছে না। এবার ত্রিবান্দ্রম থেকে দিল্লি পৌঁছানোর ভয়াবহ অভিজ্ঞতা জানালেন কংগ্রেস সাংসদ তথা এআইসিসি (AICC) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল (K C Venugopal)। সেই সঙ্গে প্রশ্ন তুললেন ডিজিসিএ-র (DGCA) নজরদারি নিয়েও।

দেরিতে ওড়া থেকে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে না পারার এক ভয়াবহ কাহিনী জানালেন কংগ্রেস নেতা বেণুগোপাল। ত্রিবান্দ্রম থেকে দিল্লিগামী এআই ২৪৫৫ (AI 2455) উড়ান প্রথমে নির্দিষ্ট সময় থেকে দেরিতে ছাড়ে বলে জানান কংগ্রেস নেতা। মাঝ আকাশে এয়ার টার্বুলেন্সে পড়া একটি সাধারণ ঘটনা। তবে উড়ানের প্রায় এক ঘন্টা পরে ক্যাপ্টেন (Captain) আচমকাই জানান বিমানের সিগনাল বিভ্রাট। বিমানটিকে চেন্নাইতে ঘুরিয়ে দেওয়া (diverted) হয়।

তবে ভোগান্তির এখানেই শেষ হয়নি। বেণুগোপালের (K C Venugopal) দাবি, চেন্নাইতে রানওয়ে খালি না থাকায় প্রায় দু’ঘণ্টা আকাশে ঘুরপাক খায় এয়ার ইন্ডিয়ার বিমানটি। সবশেষে যখন রানওয়ে ছুঁতে যায় বিমানটি বিমান চালক দেখতে পান একই রানওয়েতে (runway) অন্য একটি বিমান রয়েছে। চালকের (captain) তাৎক্ষণিক বুদ্ধি ও তৎপরতায় ফের বিমানটি উড়িয়ে নিয়ে প্রাণ বাঁচানো হয় যাত্রীদের।

গোটা ঘটনার বর্ণনা করে কে সি বেণুগোপাল দাবী করেন, সেই সময় একই বিমানে একাধিক সাংসদ যেমন উপস্থিত ছিলেন, তেমন কয়েকশো সাধারণ যাত্রীও ছিলেন। ছিলেন কেরলের চারজন ও তামিলনাড়ুর এক সাংসদ। বেণুগোপাল দাবি করেন, এই ঘটনার যেন যথাযথ তদন্ত চালায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। সেই সঙ্গে এমন ঘটনা যাতে আর না ঘটে তার দাবিও জানান। অসামরিক বিমান পরিবহন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রক তথা ডিজিসিএ (DGCA) এখনও কতটা ঢিলেঢালা মনোভাব দেখাচ্ছে, এই ঘটনায় আরও একবার তা প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: দিল্লিতে কাঁপাবে বিরোধী জোট: বৈঠকে ডাকল নির্বাচন কমিশন

যদিও এই ঘটনায় এয়ার ইন্ডিয়া (Air India) কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল। তবে ল্যান্ডিং-এর সময়ে এক রানওয়েতে দুই বিমানের কথা তারা অস্বীকার করেছে।

spot_img

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...