বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

Date:

Share post:

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই কি এবার সিনেমা ছেড়ে আইপিএলের (IPL) ময়দানে টাকা রোজগার চিন্তা ভাবনা করছেন সলমন খান (Salman Khan)? অভিনেতা শাহরুখ খান (Shahrukh Khan) কলকাতা নাইট রাইডার্স (KKR) কর্তা। দল জিতুক বা হারুক এই ফ্র্যাঞ্চাইজি যে প্রত্যেক বছর বড় অংকের লাভের মুখ দেখে সে কথা গোটা বলিউড জানে। ঠিক এই কারণেই কি এবার আইপিএল টিম কিনবেন সেলিম পুত্র? ফিসফাস শুরু হতে না হতেই আজব উত্তর দিয়েছেন সুপারস্টার।

হিন্দি সিনে জগতের তারকাদের খেলার প্রতি আগ্রহ নতুন কিছু নয়। ক্রিকেট হোক বা ফুটবল বারবার টিনসেল টাউনের অভিনেতাদের কখনও মাঠে কখনও বা গ্যালারিতে বসে থাকতে দেখা গেছে। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টারা যেমন ক্রিকেট দল কিনেছেন, তেমনই অভিষেক বচ্চন, রণবীর কাপুররা (Ranbir Kapoor) ফুটবলের দিকে ঝুঁকতে। তালিকায় নাম রয়েছে বিগ বি-রও। এবার কি তবে এই জগতে পা ফেলার জন্য তৈরি হচ্ছেন সিনেপাড়ার বজরঙ্গি ভাইজান? হিন্দি বিনোদন জগতের সিলভার স্ক্রিনের সুপারহিট জুটি ‘করণ-অর্জুন’ কি তবে এবার আইপিএলের লড়াইয়ে প্রতিপক্ষ হতে চলেছেন?

সলমনের ক্রিকেট প্রেমের কথা কারোর অজানা নয়। সময় পেলেই পানভেলের ফার্মহাউসে দলবল নিয়ে ব্যাট-বল হাতে নেমে পড়েন অভিনেতা। তাহলে কি সত্যি সত্যি আগামী আইপিএলে দল কিনছেন? বিনোদন জগতের অন্দরে যখন এ প্রশ্ন ঘোরাফেরা করছে তখন জল্পনায় জল ঢেলেছেন বলিউডের ‘টাইগার ‘। সম্প্রতি সাক্ষাৎকারে খানিকটা রসিকতা করে জানান, “আইপিএল টিম কেনার মতো বয়স নেই আর! বুড়ো হয়ে গিয়েছি।আসলে ২০০৮ সালে আমার কাছেও আইপিএল দল কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি রাজি হইনি। তবে বিষয়টা এরকমও নয় যে আমি অনুশোচনায় ভুগছি। আমি মজাতেই রয়েছি।’

যাহ! তাহলে এত যে কল্পনা জল্পনা, সবটা মাঠে যাওয়ার আগেই শেষ? না ভক্তদের কথা ভেবে অবশ্য সম্পূর্ণ নিরাশ করেননি ক্রীড়াপ্রেমী অভিনেতা। রসিক ভাইজান বেশ মজার ছলেই ভবিষ্যৎ পরিকল্পনায় খেলাধুলার একটা যোগ তৈরি করেছেন। সলমন বলেন, “আমি গিলি-ডান্ডা লিগ শুরু করব ভাবছি। সেটা চোর-পুলিশ লিগ হতে পারে কিংবা অনেক শিক্ষিত মানুষজন রয়েছেন, তাঁদের নিয়ে ডাক্তার-ডাক্তার খেলব।” বুঝুন কাণ্ড! এটা জানাই বোধহয় বাকি ছিল।

 

spot_img

Related articles

বাবার সঙ্গে সম্পর্কের অবনতি, বড় পদক্ষেপের পথে রুক্মিণী!

একটা বয়সে পর বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা বন্ধুর মত হয়ে যায়, কাব্যে ও পদ্যে পড়া এই লাইনগুলো বাস্তবে...

লাইফটাইম অ্যাচিভমেন্ট জিনাতের, নজরকাড়া ফিল্মফেয়ারে ‘লাপাতা লেডিস’-এর জয়জয়কার 

বলিউড বিনোদন জগতের অন্যতম বড় মঞ্চ মানেই ফিল্মফেয়ারের (70th Filmfare Awards 2025) ঝলমলে রাত। দেশে হোক বা বিদেশে,...

কলকাতার বেসরকারি কম্পানিতেই যাত্রা শুরু ‘বাংলার জামাই’ এর, জন্মদিনে বিশেষ মুহূর্ত 

জয়াকে বিয়ে করার পর থেকেই তিনি বাংলার আত্মীয় এবং কলকাতার জামাই। তিনি আর কেউ নন, বলিউডের শাহেনশাহ অমিতাভ...

অমিতাভের জন্মদিনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, চলচ্চিত্র উৎসবের স্মৃতিচারণায় মমতা

বলিউড শাহেনশাহর তিরাশিতম জন্মদিনে (Amitabh Bachchan Birth anniversary) দেশ জুড়ে বিগ বি অনুরাগীদের মনে উৎসবের মেজাজ। সোশ্যাল মিডিয়ায়...