জল্পনার অবসান। এশিয়া কাপে জসপ্রীত বুমরকে (Jasprit Bumrah) রেখেই দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)। সূত্রের খবর অনুযায়ী তাঁর সঙ্গে নাকি ইতিমধ্যেই বোর্ড কর্তারা এবং নির্বাচকরা কথা বলে ফেলেছেন। সবকিছু ঠিকঠাক চললে এশিয়া কাপে অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) জুটি দেখা যেতে চলেছে এবার। তাঁর ওয়ার্কলোড নিয়ে একটা কথাবার্তা চলছিল। মনে করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা ভেবে বুমরাকে এশিয়া কাপে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাত্র তিনটি ম্যাচই খেলেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। শেষ ম্যাচের আগে অবশ্য বুমরার চোটের কথাই শোনা গিয়েছিল। তাঁর হাঁটুতে নাকি হাল্কা চোট লেগেছিল। সেই কারণেই নাকি এই তারকা ক্রিকেটারকে টেস্ট সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। এরপর থেকেই বুমরার এশিয়া কাপ (Asia Cup) খেলা ঘিরেও অনিশ্চয়তা দেখা গিয়েছিল।

মনে করা হচ্ছিল তাঁর ওয়ার্কলোডের কথা ভেবে হয়ত এশিয়া কাপ না খেলানোর পথে হাঁটতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালের চারদিন পরই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তবে আপাতত সেই কথা না ভেবে এশিয়া কাপেই বুমরাকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এনসিএ- থেকে বোর্ডের মেডিক্যাল টিমের একটা রিপোর্টের অপেক্ষাতেই আছে সকলে। সেই রিপোর্ট হাতে আসলেই আগামী ১৯ কিংবা ২০ অগাস্ট এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা হয়ে যাবে।

–

–

–

–

–

–
–