Sunday, November 9, 2025

পথকুকুর নিয়ে সুপ্রিম রায়: প্রতিবাদে সরব বলিউড

Date:

Share post:

যে সমাজ নির্বাককে রক্ষা করতে পারে না, সেই সমাজের আত্মাই হারিয়ে গিয়েছে। ঠিক এভাবেই পথ কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর সরব বলিউডের (Bollywood) একাধিক শিল্পী। মূলত তাঁদের বক্তব্য যেভাবে পথকুকুরদের (stray dog) উপর নির্মমতার পথ বেছে নিতে হয়েছে, তার জন্য দায়ী এই সমাজ। এবার নাগরিকদের সরব হওয়ার ডাক দিলেন তাঁরা।

সুপ্রিম কোর্ট রাজধানী দিল্লির পথকুকুরদের তুলে নিয়ে শেল্টার হোমে রাখার যে নির্দেশ দিয়েছে তাতে গত দুদিন ধরে সরব দেশের পশুপ্রেমী থেকে সাধারণ নাগরিক, সেলিব্রেটিরাও। প্রতিবাদের স্বর শোনা গেল বলিউড শিল্পী জন আব্রাহাম, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, শালিনী পান্ডের গলাতেও। এক্ষেত্রে তাঁরা সবাই দায়ী করছেন সেই সমাজকে, যারা এই পথ কুকুরদের নিয়মিত বন্ধ্যাত্বকরণ, টিকাকরণ প্রভৃতি অত্যাবর্ষকীয় কাজে ব্যর্থ। বরুণ (Varun Dhawan), জাহ্নবীরা (Janhvi Kapoor) দাবি করছেন, খাঁচায় ভরে দিলে গোটা পশু সমাজের জন্য কোনও সদুপায় হওয়া সম্ভব নয়। ব্যাপক হারে বন্ধ্যাত্বকরণ, নিয়মিত টিকাকরণ, সামাজিক খাদ্য বিতরণ এবং বড় আকারের দত্তক নেওয়ার পথে গেলে এর সমাধান মিলতে পারে।

জন আব্রাহামের (John Abraham) কথায়, দিল্লী শহরে ১০ লক্ষ পথকুকুর (stray dog) রয়েছে। তাদের তুলে নিয়ে সেল্টার হোমে জায়গা দেওয়া অমানবিক এবং অবাস্তব। কুকুরদের দ্বারা মানুষের আক্রান্ত হওয়া ঠেকাতে বরুণ, জাহ্নবির মতো একই পরামর্শ জনেরও।

আরও পড়ুন: বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণ অপূরণীয় ক্ষতি: শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

অভিনেত্রী শালিনী পান্ডের (Shalini Pandey) দাবি পথপুকুররা নিজের ইচ্ছায় রাস্তায় আসেনি, আমরাই তাদের রাস্তায় নামিয়েছি। মূলত বলিউডের তারকাদের দাবি সমাজের এই উদাসীনতায় হিংসার শিকার আজকে পথ কুকুররা। ভবিষ্যতে এটা অন্য কারও উপরও নেমে আসতে পারে।

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...