
রাস্তায় কুকুরের কারণে মানুষের সমস্যা মিথ্যে নয়। অনেক সময় দেখা গেছে কেউ প্রাতঃভ্রমণে গেলে কুকুর তাঁকে আক্রমণ করেছে, কেউ অসুস্থ হয়ে পড়েছে। আমার একটাই কথা, দিল্লিতে যেখানে এক লক্ষ কুকুরের থাকার জায়গা সেখানে দশ লক্ষ কুকুর কীভাবে থাকবে? মানুষের ক্ষেত্রে যেমন বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা উঠে আসছে সেখানে কিন্তু খাবার নিয়ে কোনও সমস্যা হয় না। কারণ তাঁদের বাড়ি থেকে টাকা যায় বলে থাকা – খাওয়া বা সুরক্ষার কোনও সমস্যা হয় না। কিন্তু এই কুকুরদের (Street Dogs) ক্ষেত্রে কী হবে? আমি কোনও ভাবেই এই পদক্ষেপে বিশ্বাসী নই যেখানে কুকুরদের না খেতে পেয়ে মারা যেতে হবে। তার জন্য কেন্দ্র- রাজ্য সরকারের যা করার সেটা করা উচিত।

অনেক এনজিও (NGO)আছে যারা এই পথ কুকুরদের খাবার খাওয়ায়। এবার সেই রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে যে শেল্টারে পাঠানো হবে সেখানে সারমেয়দের খাবারের ব্যাপারটা কে কীভাবে নিশ্চিত করবেন? যেখানে অনেক অনাথ আশ্রমে দেখা গেছে ছোট শিশুদের ঠিকমতো খেতে দেওয়া হয় না, সেখানে সরকার থেকে টাকা পাঠালেও পথ কুকুরদের ঠিকভাবে খেয়াল রাখা হবে তো? কে এই ব্যাপারটা লক্ষ্য রাখবে। কে নিশ্চিত করবে এটাই আমার জানতে চাওয়া। অনেক দেশ আছে যেখানে আলাদা জায়গা করে পশুদের (কুকুর বাদে) রাখা হয়। সেরকম যদি ব্যবস্থা করতে পারে তাহলে করুক আমার কোন অসুবিধা নেই। এমন জায়গা যদি করা যায় যেখানে আলাদা করে ব্যারিকেড করা থাকবে, কারোর কোনও সমস্যা হবে না তাহলে সেই ব্যবস্থা হোক। এটা তো ঠিক যে পথ কুকুরের সংখ্যা ভীষণ ভাবে বাড়ছে। তাই মানুষকেও বাঁচতে হবে, কুকুরকেও বাঁচতে হবে। এমন নয় যে ওরা অবলা বলে বা গুটিকয়েক NGO ছাড়া ওদের হয়ে কথা বলার কেউ বলার নেই তাদের এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে। পথ কুকুরদের অন্যত্র পাঠানো হচ্ছে ঠিক আছে, কিন্তু কোথায় আর কীভাবে রাখা হবে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।

–

–

–

–

–

–

–

–

–