সাড়ে ৭ লক্ষে জয়ী বলেই অভিষেককে নিশানা! অনুরাগকে তুলোধনা কুণালের

Date:

Share post:

ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে হিংসায় এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন অনুরাগ ঠাকুর। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা ঠিকানা সংক্রান্ত প্রক্রিয়া নিয়েই তিনি অজ্ঞ। আসলে কোনও হোমওয়ার্ক না করেই এসব দাবি করছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, গত চার বছরে ডায়মন্ড হারবার কেন্দ্রের ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ভোটার তালিকা অনুযায়ী, নকল ভোটারের সংখ্যা ৩ হাজার ৬১৩ এবং ভুয়ো ঠিকানায় নাম রয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৩৬৫ জনের। অনুরাগের এই ভিত্তিহীন দাবি উড়িয়ে কুণাল বলেন, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত তথ্য-পরিসংখ্যান ই-মেইলে পাঠিয়ে দিয়েছেন। যাঁদের নিয়ে এত কথা বলছেন, তাঁদের সামনে এসে কথা বলুন। দূর থেকে ভুলভাল অভিযোগ করে কোনও লাভ নেই।

অভিষেকের জনপ্রিয়তা ও বক্তৃতার দক্ষতাকে কুণাল তুলনা করেন রাষ্ট্রনায়কসুলভ ভাষণের সঙ্গে। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়েও ভালো ভাষণ দেন অভিষেক, আর সেই ঈর্ষা থেকেই বিজেপি সাংসদরা তাঁকে আক্রমণ করছেন। সাড়ে সাত লক্ষ ভোটে জয়—সেই ধাক্কা বিজেপি এখনো সামলাতে পারছে না, মন্তব্য কুণালের।

তৃণমূলের দাবি, মহারাষ্ট্র ও দিল্লিতেও কৃত্রিমভাবে ভোটার সংখ্যা বাড়িয়ে বিজেপি জিতেছে। অভিষেক ইতিমধ্যেই প্রস্তাব করেছেন, চলতি লোকসভা ভেঙে দিয়ে কমিশন যেন এসআইআর করায়। তাঁর বক্তব্য, “যদি ২০২৪ সালের ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হয়, তবে সব সাংসদই সেই ভোটে জিতেছেন। আমিও ইস্তফা দিতে রাজি।

আরও পড়ুন – SIR-এ বাদ যাওয়া ভোটারদের নাম প্রকাশের সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত, বিরাট জয়: মন্তব্য দেবাংশুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সমবায় ব্যাঙ্কে দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, শুরু সাইবার সুরক্ষা সংস্কার কর্মসূচি

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে ক্রমবর্ধমান দুর্নীতি ও জালিয়াতির ঘটনায় কড়া নজর দিল রাজ্য সরকার। ব্যাঙ্কগুলির নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী...

সিঙ্গুর মামলায় বড় আইনি জয় রাজ্যের, জমির মালিকানা ফিরল সরকারের হাতে

সিঙ্গুরের জমি মালিকানা সংক্রান্ত মামলায় বড় জয় পেল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য...

সতর্ক রাজ্য! ডেঙ্গি মোকাবিলায় বিশেষ বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ মু্খ্যসচিবের

ডেঙ্গি নিয়ে বিশেষ সতর্ক রাজ্য। মুখ্যসচিব মনোজ পন্থ ইতিমধ্যেই ডেঙ্গি প্রতিরোধে বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দফতর,...

সুপ্রিম নির্দেশে বাতিল প্যানেলের চাকরিহারাদের ফিরবে পুরোনো চাকরি! ২৫ অক্টোবর কাউন্সেলিং এসএসসির

২০১৬ সালের বাতিল প্যানেলের আনটেন্টেড চাকরিহারাদের মধ্যে যারা আগে সরকারি স্কুলে চাকরি করতেন, তারা চাইলে পুরোনো চাকরিতে ফেরার...