শুক্রবার দেশজুড়ে পালিত হবে ৭৯তম স্বাধীনতা দিবস। এর ঠিক পরের দিনই, ১৬ অগাস্ট শনিবার, জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার নিয়ম অনুযায়ী সরকারি অফিস বন্ধ থাকলেও, স্কুল-কলেজ খোলা থাকার কথা ছিল। তবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সব সরকারি ও সরকারপুষ্ট শিক্ষা প্রতিষ্ঠানও এদিন বন্ধ থাকবে।

ইতিমধ্যেই জন্মাষ্টমীর ছুটি নিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত বছরের একটি নোটিশে ১৫ অগাস্টকে জন্মাষ্টমীর দিন হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে পরে রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত বদলে ১৬ অগাস্ট শনিবারকে জন্মাষ্টমী উদযাপনের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই ছুটি এনআই অ্যাক্টে ঘোষণা করা হয়েছে। ফলে শনিবার রাজ্য সরকারের সমস্ত দফতর, স্থানীয় প্রশাসনিক কার্যালয়, যেকোনও স্ট্যাটুটারি বডি, বোর্ড, কর্পোরেশন, রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরও পড়ুন- সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা! জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, গ্রেফতার ঘাতক গাড়িচালক

_

_

_

_

_

_

_

_