Wednesday, August 20, 2025

মানুষের থেকে মকসদ বড়: ‘রক্তবীজ ২’ টিজারে ভারত-বাংলাদেশ দ্বন্দ্ব!

Date:

Share post:

২০২৩ সালে রক্তবীজ(Raktabeej) ছবিতে জমজমাট অ্যাকশনের দোসর মারকাটারি পারফরম্যান্স, সঙ্গে টানটান থ্রিলার। এবার ‘রক্তবীজ ২’ (Raktabeej) সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। প্রকাশ পেয়েছে ছবির টিজার। চোখে পড়েছে ভারত-বাংলাদেশের টানাপোড়েন। ১ মিনিট ৪৮ সেকেন্ডের টিজারে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের নানা দিক লক্ষ্যণীয়।

প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Prnab Mukherjee) বাংলাদেশ সফরকে ঘিরে তৈরি হয়েছে ‘রক্তবীজ ২’ ছবিটি। বৃহস্পতিবার টিজার মুক্তির পর থেকেই আলোচনায় নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদের সিনেমাটি।

মূলত ভারত-বাংলাদেশের মধ্যে দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন। সীমা বিশ্বাস বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। শেখর কাপুরের ‘ব্যান্ডিট কুইন’ ছবিতে ফুলন দেবীর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন সীমা। এই ছবির জন্য একাধিক পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে।

প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী ছিলেন শুভ্রা মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়ের শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে। সেখানে একবার গিয়েছিলেন তিনি। হেলিকপ্টারে চেপে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পৌঁছন। এরপর গাড়িতে করে ভদ্রবিলা গ্রামে। তিনি যাবেন বলে সেখানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। বাড়ির উঠোনে বিশাল প্যান্ডেল করা হয়েছিল। আপ্যায়নের জন্য ছিল নানারকম পিঠে, ইলিশ মাছ-সহ বিভিন্ন ফলমূল এবং অন্যান্য খাবার। টিজারেও সেসব দেখা গিয়েছে। তবে কি সেই ঘটনাবলিই দেখা যাবে এই ছবিতে?

রক্তবীজে (Raktabeej) মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা গিয়েছিল আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে। এবারের রয়েছেন তাঁরা। রয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। টিজারে অঙ্কুশকে দেখা গিয়েছে খলনায়কের বেশে। যাঁর একটাই মূল মন্ত্র, ‘মানুষের থেকে মকসত বড়’! ছবির একটি আইটেম গানে নেচেছেন নুসরত জাহান। ‘রক্তবীজ ২’ মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর।

spot_img

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...