বৃষ্টির (Rain) দুর্যোগ আগের থেকে অনেকটাই কমেছে। শনিবার উত্তরবঙ্গে ভারী দুর্যোগের পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পূর্ব-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা এখনও সক্রিয়। তার সঙ্গেই সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। ফলে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বর্ষণ চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

গত কয়েক দিনের দুর্যোগ কাটিয়ে শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। যদিও রবিবার থেকে ফের ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ ফের কমবে। বৃহস্পতিবার আবার ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের পর কলকাতায় কয়েক পশলা বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দক্ষিণবঙ্গবাসীকে।

–

–

–

–

–

–

–

–
