ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির সভায় যেভাবে শিখ সম্প্রদায়কে অপমান করা বঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), সুকান্ত মজুমদারদের (Sukanta Majumder) পাশে সারাক্ষণ তিনি ঘুরলেন, তাতে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকে বিজেপির রাজনৈতিক মঞ্চে নরেন্দ্র মোদির শুক্রবারের সর্বক্ষণের সঙ্গী ছিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনিত সিং বিট্টু (Ravneet Singh Bittu)। যিনি লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই রাতারাতি মন্ত্রিত্ব পেয়ে গিয়েছেন। আর সেই সঙ্গে উপস্থিত ছিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

কার্যত এই দৃশ্য বাংলার মাটিতে অত্যন্ত অপমানজনক, দাবি তৃণমূলের। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) প্রশ্ন তোলেন, রবনিত সিং বিট্টু (Ravneet Singh) বাংলায় এসে কার সঙ্গে বসেছিলেন? একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একসময় পাঞ্জাবী শিখদের দেখে বলেছিলেন তোমরা খালিস্তানি। কিন্তু রবনিত সিং আপনি আপনার ইমানটা বিক্রি করলেন। যে শুভেন্দু অধিকারী শিখদের অপমান করেছিলেন তাঁকে ক্ষমা চাওয়াতে পারলেন না।

আরও পড়ুন: কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

আরেক বঙ্গ বিজেপি নেতা সম্পর্কে রাজ্যের মন্ত্রী প্রশ্ন তোলেন, সুকান্ত মজুমদার নিজের চপ্পলটা খুলে দিয়ে একজন শিখ পুলিশ কর্তা তাঁর পাগড়ির উপর ছুঁড়েছিলেন। রবনিত সিং বিট্টু আপনি আজ তাঁদের সঙ্গে বসে আপনার সম্মান বিক্রি করলেন। কারণ আপনি উন্নতি খুঁজছিলেন। আপনার চেহারাটা দেখে নিল বাংলার শিখ সম্প্রদায়ের মানুষ।

সেই সঙ্গে মন্ত্রী জানান, শিখ সম্প্রদায়ের তরফ থেকে শুক্রবারই বিবৃতি জারি করা হয়েছে। তাঁরা সরব হয়েছেন রবনিত সিং বিট্টুর বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন, তার পরে তাঁরা ধীক্কার জানিয়ে বিবৃতি দিয়েছেন।

spot_img

Related articles

যোগীরাজ্যে হকারদের তালিবানি শাস্তি!

যাঁরা উত্তরপ্রদেশ মডেল বলেন, তাঁরা এবার কী বলবেন? যোগীরাজ্য। তাও আবার অযোধ্যা। সেখানকার নিরীহ হকারদের তালিবানি কায়দায় শাস্তি...

বাতিল সাংবাদিক সম্মেলন! আসন বাঁটোয়ারা নিয়ে তীব্র অশান্তি গেরুয়া শিবিরে

রবিবার রাতে ঢাকঢোল পিটিয়ে বিহারের বিধানসভা নির্বাচনের আসন বণ্টন সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা করার পরেও অশান্তির আগুনে জ্বলতে শুরু...

অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব বদল, গিলের পরিবর্তে রোহিতই করবেন ভারতের অধিনায়কত্ব?

টেস্টের পর এক দিনে ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্বের ভার পেয়েছেন শুভমান গিল(Shubhaman Gill)। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজে...

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...