Friday, January 23, 2026

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

Date:

Share post:

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ বাড়ছে যাত্রীদের। সঙ্গে শিকার হচ্ছেন ভোগান্তির। কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ার পর থেকে থেকেই পরিষেবায় বিঘ্ন ঘটেছে। দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরামের (ব্লু লাইন) মধ্যে সব ট্রেন গোটা পথে চালাতে পারছেন না মেট্রোরেল কর্তৃপক্ষ। সোমবার সারা দিনে একাধিক মেট্রো দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত চলছে। আর তাতেই ক্ষুব্ধ যাত্রীরা। আবার সেখান থেকে ফিরছে। এর ফলে যে সব যাত্রীদের গন্তব্য টালিগঞ্জের পরে, তাঁদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

অভিযোগ, কোন ট্রেন কোথায় যাবে তা আগে থেকে জানানো হয়নি। এছাড়া পরিবর্তিত সময়সূচি সম্পর্কেও কোনও ঘোষণা করা হচ্ছে না। তাই নিশ্চিত হওয়া যাচ্ছে না যে, কোন মেট্রো শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে আর কোনটা যাবে শুধু টালিগঞ্জ পর্যন্ত।

কেন সমস্যা হচ্ছে?

শহিদ ক্ষুদিরাম স্টেশনে কবি সুভাষের মতো শেষ স্টেশনের উপযোগী অনেক ব্যবস্থাই নেই। এত দিন কবি সুভাষ স্টেশনে যাত্রীদের ডাউন প্ল্যাটফর্মে নামিয়ে সেই মেট্রোই আবার একটু এগিয়ে লাইন পরিবর্তন করে আপ প্ল্যাটফর্মে এসে দমদম-দক্ষিণেশ্বরের দিকে রওনা দিত। আপ এবং ডাউনে ট্রেনের লাইন পরিবর্তনের এই ব্যবস্থা শহিদ ক্ষুদিরামে নেই। প্রথমে মেট্রো রেলের তরফে বলা হয়েছিল, লাইন পরিবর্তন করে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো চালাতে কোনও অসুবিধা হবে না! কিন্তু মাসখানেক যেতে না যেতে সেই সমস্যাই মাথাচাড়া দিচ্ছে। আপ এবং ডাউনে ট্রেনের লাইন পরিবর্তনের ব্যবস্থা শহিদ ক্ষুদিরামে না-থাকায় পরিষেবা ব্যাহত হচ্ছে।

এর মাঝেই ৩ সম্প্রসারিত লাইন যুক্ত হওয়ায় যাত্রী চাপ বাড়ছে । পরিস্থিতি সামাল দিতে ব্লু লাইনে দিনে ২৬২টি মেট্রো চলত, ২৫ অগাস্ট থেকে তা বেড়ে হয়েছে ২৮৪টি। প্রশ্ন উঠছে, কয়েকটি মেট্রোর যাত্রাপথ সংক্ষিপ্ত করার কারণেই কি পরিষেবার সংখ্যা বাড়ানো হয়েছে?

এদিকে কলকাতার মেট্রো নেটওয়ার্কে নানা জায়গায় রয়েছে পরিকাঠামোগত ত্রুটি। একাধিক জায়গায় মেট্রো লাইনে সমস্যা দেখা গেছে। এমনকী ‘ট্র্যাক বেড’, অর্থাৎ যার ওপর লাইন পাতা থাকে, সেখানেও ধরা পড়েছে ত্রুটি। মেট্রো রেলের ট্র্যাকে জল ঢুকে পড়া থেকে শুরু করে, রক্ষণাবেক্ষণের অভাবে নিত্যনতুন ঝঞ্ঝাট ! যার জেরে বারে বারে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন – শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৩ জানুয়ারি (শুক্রবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

নেতাজিকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হত? SIR নিয়ে কেন্দ্র-কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

SIR হয়রানি নিয়ে রেড রোডে নেতাজির স্মরণ মঞ্চ থেকে একযোগে কেন্দ্র ও কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

সরস্বতী পুজোর সকালে ভয়াবহ দুর্ঘটনা, উল্টোডাঙায় পথচারীকে পিষে দিল গাড়ি!

বসন্ত পঞ্চমীর সকালে কলকাতার উল্টোডাঙার হাডকো মোড়ের কাছে বেপরোয়া গতির চারচাকা গাড়ির সঙ্গে একের পর এক মোটরসাইকেলের ধাক্কা,...

বসন্ত পঞ্চমীতে সামান্য কমলো তাপমাত্রা, বেলা বাড়তেই উধাও শীতের আমেজ 

শীতের দাপট নেই, সরস্বতী পুজোর সকাল (Saraswati Puja weather) থেকে সেজেগুজে চুটিয়ে ঠাকুর দেখা আর হুল্লোড়ের মুডে কচিকাঁচারা।...