একদিনের বিশ্বকাপের আগেই বিদায় নেবেন রোহিত! দলে থাকবেন কোহলি-জাদেজা?

Date:

Share post:

২০২৭ সালে একদিনের বিশ্বকাপ(ODI World Cup)। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ একটুর জন্য হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার( Team India)। আগামী দুই বছর পর দক্ষিণ আফ্রিকা সহ দুই দেশে বসবে একদিনের বিশ্বকাপের আসর। আগামী বিশ্বকাপে কারা থাকবেন ভারতীয় দলে তা নিয়ে চর্চা শুরু হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত বিরাট কোহলি( Virat Kohli) আগামী বিশ্বকাপের দলে খেলতে পারেন। তবে রোহিত শর্মা(Rohit Sharma) দলে নাও থাকতে পারেন।

২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছে প্রকাশ করেছেন হিটম্যান। কিন্তু আদৌ কি আরও ২ বছর পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন রোহিত? প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে অনেক ক্রিকেট বিশেষজ্ঞও বলেছেন যে রোহিত শর্মার পক্ষে ওয়ান ডে দলে নিজের জায়গা ধরে রাখা কঠিন হবে ২০২৭ পর্যন্ত।

এশিয়া কাপের আগে রোহিত শর্মার ফিটনেস টেস্টের দিকে সকলের নজর ছিল।এই টেস্টের যে রিপোর্ড কার্ডে দেখা যাচ্ছে শুধু পাস নয়, ফিটনেস আর দৌড়ের নিরিখে রোহিত শর্মা সসম্মানে উত্তীর্ণ হয়েছেন।

রোহিত কিন্তু বুঝিয়ে দিয়েছেন তাঁর ফিটনেসে কোনও খামতি নেই। আপাতত কোনও খেলা না থাকলেও নভেম্বরে অস্ট্রেলিয়ায়( AUS vs IND ODI) এক দিনের সিরিজ খেলতে যাবে ভারত। গুঞ্জন শুরু হয়েছে, অস্ট্রেলিয়া সফরেই শেষবার রোহিতকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। তারপরই প্রাক্তনী তকমা বসে যাবে রোহিতের নামের সঙ্গে।

এর আগে, অস্ট্রেলিয়ার মাটিতে যেহেতু তিনি তাঁর টেস্ট ক্রিকেটের অবসান ঘটিয়েছিলেন। সে কারণে চর্চা চলছে যে তিনি অস্ট্রেলিয়াতেই হয়তো তাঁর প্রিয় ফরম্যাটকে বিদায় জানাবেন রোহিত। পরবর্তী বিশ্বকাপের মধ্যে তার বয়স ৪০ বছর হবে। ফলে তাঁর পক্ষে বিশ্বকাপের মতো ইভেন্টে খেলা অত্যন্ত কঠিন রোহিতের।

পরিসংখ্যান বলছে, রোহিত ব্লু ব্রিগেডের হয়ে ২৭৩ ম্যাচে ৪৮.৭৬ গড়ে ১১,১৬৮ রান করেছেন। ক্যারিয়ার জুড়ে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ সেঞ্চুরি করেছেন।কয়েক মাস আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালের সেরা হয়েছিলেন রোহিত নিজেই। কিন্তু রোহিতের অভিজ্ঞতা যতই থাক। কিন্তু দল গঠনে গম্ভীর(Gautam Ghambhir) তরুণদের প্রাধান্য দেন। ফলে ৪০ বছরের রোহিতকে বিশ্বকাপের দলে রাখবেন গম্ভীর, সেটা খাতায় কলমে অত্যন্ত কঠিন।

একইসঙ্গে অনিশ্চয়তা আছে রবীন্দ্র জাদেজাকে( Ravindra Jadeja) নিয়েও পাশাপাশি মহম্মদ সামি( Md, Shami) যে আগামী বিশ্বকাপের দলে আর সুযোগ পাবেন না তা এক প্রকার স্পষ্ট।হয়ত ফিট থাকলে জসপ্রীত বুমরাহ বিশ্বকাপে খেলবেন।

spot_img

Related articles

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড।...

দলকে জিতিয়ে মাঠেই প্রাণ হারালেন বোলার, বাইশ গজে ফের মর্মান্তিক পরিণতি

খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু। দলকে জিতিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। মৃত ক্রিকেটারের নাম আহমের খান(Ahmar Khan)।...

রিভিউ বিপক্ষ যেতে চটলেন বুমরাহ, ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষা অব্যাহত

যত কাণ্ড কোটলাতেই। আহমেদাবাদে আড়াই দিনেই জয় হাসিল করেছিল ভারত। কিন্তু দিল্লিতে মন্থর পিচে জয় ভারতের দুয়ারে এসেও...