Saturday, January 10, 2026

বিপজ্জনক টার্ন! সেনার গাড়ি আটকাল কলকাতা পুলিশ, ঘটতে পারত বড় দুর্ঘটনা

Date:

Share post:

মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার সেনার ট্রাক থামাল পুলিশ। সকালে মহাকরণের সামনে সেনার একটি ট্রাক আটকাল কলকাতা ট্রাফিক পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি বিপজ্জনক ভাবে মোড় (turn) নেয়। ট্রাফিক আইন না মেনে ওই ট্রাক যাচ্ছিল। ট্রাকের মধ্যে থাকা সেনা কর্মী জানান, সিগনাল খোলা থাকায় ট্রাক টার্ন নেয়। এই ট্রাকের পিছনে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার (Manoj Verma, CP) গাড়ি ছিল। এরপরেই ট্রাকটিকে আটক করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।

কলকাতা পুলিশের তরফে এই ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। পুলিশের দাবি, ক্রসিংয়ে ট্রাকটি আচমকাই বিপজ্জনকভাবে মোড় নেয়। এর জেরে পুলিশ কমিশনারের গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হতে পাড়ত। পুলিশের আরও দাবি, ওই ক্রসিংয়ে ‘নো রাইট টার্ন’ বোর্ড থাকা সত্ত্বেও ডান দিকে মোড় নেওয়ার চেষ্টা করে সেনার গাড়ি। তখনই গাড়িটিকে আটকান কর্তব্যরত ট্রাফিক পুলিশ।

সেনার ট্রাক চালক জানিয়েছেন, তিনি জানতেন না যে কমিশনারের গাড়ি আসছে এবং তিনি বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন না। কিন্তু ড্রাইভিংয়ের মূল নিয়ম হল মোড় নেওয়ার আগে রিয়ার ভিউ মিররে দেখা উচিত যে পিছনে কোনও গাড়ি আসছে কিনা।

আরও পড়ুন: তীব্র শক্তিশালী স্কোয়াল ফ্রন্টের জেরে তছনছ হতে পারে সব! কেন হয়

কী হয়েছিল?
* সকাল ১০টা নাগাদ সেনার গাড়িটি ফোর্ট উইলিয়াম থেকে ডালহৌসির পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল
* মহাকরণের সামনে সেনার ট্রাকের বিপজ্জনকভাবে মোড় নেওয়া
* ক্রসিংয়ে ‘নো রাইট টার্ন’ বোর্ড ছিল
* সেনার ট্রাকের পিছনে কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি ছিল। দুর্ঘটনা ঘটতে পারত।
* ট্রাফিক আইন ভাঙায় সেনার গাড়ি আটকায় কলকাতা পুলিশ।
* বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন না, দাবি সেনার গাড়ি চালকের
* সেনার গাড়ি আটক করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়
* থানায় হাজির হন সেনার ইস্টার্ন কমান্ডের দফতর ফোর্ট উইলিয়াম-এর কর্তারাও।

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...