দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ তৃণমূলের, শিলিগুড়ির মেয়র পারিষদ থেকে অপসারণ ‘মত্ত’ শ্রাবণীকে

Date:

Share post:

দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ তৃণমূলের (TMC)। অপ্রকৃতস্থ-অশালীন আচরণের অভিযোগে শিলিগুড়ি (Siliguri) পুর নিগমের মেয়র পারিষদের পদ থেকে অপসারণ করা হল শ্রাবণী দত্তকে (Shraboni Dutta)। রবিবার গণেশ পুজোর বিসর্জনে মত্ত অবস্থায় অশালীন আচরণের অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এমনকী, স্থানীয় কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে মারধরেরও অভিযোগ ওঠে শ্রাবণীর বিরুদ্ধে। মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করে মেয়র গৌতম দেব (Goutam Dev) জানান, দলের নীচের তলার কর্মীদের ক্ষোভের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

রবিবার রাতে গণেশ পুজোর বিসর্জন ঘিরে শিলিগুড়ির আশ্রমপাড়া এলাকায় অশান্তি বাধে। অভিযোগ, মত্ত অবস্থায় বিবাদে জড়িয়ে পড়েন শ্রাবণী (Shraboni Dutta)। সঙ্গে তাঁর কন্যাও ছিলেন। এমনকী, মারধরেরও অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সেই সময়কার ভিডিও প্রকাশ্যে আসে। এর পরেই সিদ্ধান্ত নেয় তৃণমূল।

আগেই জানানো হয়েছিল, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনও কাজ বা মন্তব্য বরদাস্ত করা হবে না। গৌতম দেব জানান, “পুরনিগমের মেয়র পারিষদ থেকে শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে ক’দিন নতুন এমআইসি কেউ মনোনীত হবেন, ততদিন এই চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার ডিপার্টমেন্ট মেয়রের কাছে থাকবে। দলের নির্দেশে এই সিদ্ধান্ত। এই ঘটনা অনভিপ্রেত।” মেয়রের কথায়, এমন কোনও ঘটনা দলের তরফ থেকে বরদাস্ত করা হবে না, যাতে দলের সম্ভ্রম নষ্ট হয়। দুপক্ষেরই বক্তব্য শোনা হয়েছে। তারপরই দল সিদ্ধান্ত নিয়েছে।

যদিও শ্রাবণী বলেন, “আমার গাড়ি আক্রমণ হয়। আমার শাখা ভেঙে দেয়। গাড়ি ভাঙচুর হয়। আমি চেয়েছিলাম সবটা দল খতিয়ে দেখুক। কিন্তু দল যা সিদ্ধান্ত নিল তা শিরোধার্য। যারা এসব করেছে তারা তৃণমূলের কেউ না। বহিরাগত। আমার বিরুদ্ধে অপ্রকৃতস্থ থাকার অভিযোগভিত্তিহীন।”

spot_img

Related articles

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...

প্রাথমিকে নিয়োগ মুখ্যমন্ত্রীর বরাভয়: পুজোর পরে নিয়োগের বার্তা শিক্ষামন্ত্রীর

রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য কর্ম নিশ্চয়তা প্রদানে বর্তমান রাজ্য সরকার বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছে। আর এই নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ...

এখনও মেলেনি দেহাংশ: রামপুরহাট ছাত্রী খুনে ৯ দিনে চার্জশিট পুলিশের

রামপুরহাটের স্কুল ছাত্রীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতারের নয়দিনের মাথায় চার্জশিট পেশ করল রামপুরহাট থানার...