রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই অন্ত্যেষ্টির খরচ বাবদ চার লক্ষ আশি হাজারেরও বেশি মানুষ আর্থিক সাহায্য পেয়েছেন। মোট খরচ হয়েছে ৯৬ কোটিরও বেশি টাকা। প্রকল্প চালুর পর থেকে এখন পর্যন্ত চার কোটিরও বেশি মানুষ এই সুবিধা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূল কংগ্রেস বিধায়ক বিবেক গুপ্তার প্রশ্নের জবাবে এ তথ্য দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী বলেন, সমব্যথীর মতো প্রকল্প সারা দেশে একমাত্র বাংলাতেই চালু রয়েছে। মৃত ব্যক্তির অন্ত্যেষ্টির খরচ বহন করছে সরকার।

এই খাতে বাজেট বাড়ানোর কোনও পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিম জানান, ‘‘কেন্দ্রের কাছে রাজ্যের ২ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। দিল্লির বর্তমান সরকারের পতন হলে এবং নতুন সরকার সেই টাকা দিলে, আমরা ভবিষ্যতে এই খাতে বরাদ্দ বাড়ানোর কথা ভাবব।’’

আরও পড়ুন – বিজেপির বাধার চক্রান্ত ব্যর্থ করে ভাষা আন্দোলনে দুর্দান্ত ভাষণ মুখ্যমন্ত্রীর

_

_

_
