Tuesday, November 18, 2025

বিজেপির মমতার মতো শিক্ষক নেই: শোভনদেব, ‘দুষ্টু ছাত্রদের’ কড়া দাওয়াইয়ের পক্ষে স্পিকার, চিকিৎসাধীন আহত মার্শাল

Date:

Share post:

বঙ্গ-বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাল শিক্ষক নেই! তাই ওদের সুপরামর্শ দেওয়ারও কেউ নেই। শিক্ষক দিবসে বিজেপি (BJP) সম্পর্কে এই বক্তব্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee)। আর ‘দুষ্টু ছাত্রদের’ কড়া দাওয়াইয়ের পক্ষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। অধ্যক্ষ জানান, বৃহস্পতিবারের গণ্ডগোলের জেরে তাঁর কাছে একটি অভিযোগ জমা পড়েছে। সবদিক খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। এদিকে আহত মার্শালের চিকিৎসা চলছে।

শুক্রবার শিক্ষক দিবস। সেই কথার প্রসঙ্গে টেনেই শোভনদেব বলেন, শিক্ষকেরাই ছাত্রদের গড়ে তোলেন। তাঁরা যে শিক্ষা দেন সেই শিক্ষাই সারাজীবন আমাদের পথ চলতে সাহায্য করে। রাজনীতির ক্ষেত্রেও একই কথা খাটে। আমাদের সিনিয়রদের কাছে যা শিখেছি তা এখনও কাজে লাগে। এখন আমরা নতুনদের পরামর্শ দিই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনদের পথ দেখান। ছাত্র-যুব-নতুন নেতা-বিধায়ক- সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তাঁর দেখানো পথে চলে। তাঁর মতো শিক্ষক আছেন বলেই আমাদের দল আজ এই জায়গায়। প্রশাসন হোক কিংবা দল- তাঁর মূল্যবান পরামর্শে আমরা পথ চলি। মানুষের কল্যাণে কাজ করি। কিন্তু বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শিক্ষক নেই। তাই ওদের এই দুরবস্থা। রাজনীতির শিষ্টাচার শেখানোর মতো কেউ নেই। এটা ওদের দুর্ভাগ্য। বৃহস্পতিবার বিধানসভায় বিজেপি (BJP) বিধায়কেরা যে কুৎসিত আচরণ করছেন আমার কয়েক দশকের পরিষদীয় রাজনীতিতে এই নোংরামো আমি দেখিনি। রাজনীতির মান এত নিচে নামিয়েছে ওরা ভাবা যায় না।

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহস্পতিবার বিধানসভায় যা ঘটেছে তা কাম্য নয়। তবে আমি এটুকু বলতে পারি বিধানসভার আইন-রুল বুকে যা আছে সেই অনুযায়ী আমি দুষ্টু ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। বৃহস্পতিবার নিয়েওছি।

বিজেপি বিধায়কদের তাণ্ডবে মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আঘাত গুরুতর হওয়ায় মার্শালকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। বুক-কোমরে বড়সড় আঘাত রয়েছে তাঁর। অধ্যক্ষ জানালেন, বৃহস্পতিবারের গণ্ডগোলের জেরে তাঁর কাছে একটি অভিযোগ জমা পড়েছে। সবদিক খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। রাজ্য বিধানসভা সাক্ষী থাকল একাধিক নজিরবিহীন ঘটনার। বিজেপি বিধায়কেরা এদিন বিধানসভার মান-মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছেন। নিজেদের কৃতকর্মের জন্য পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

আইএসএল নিয়ে জটিলতা অব্যাহত, ফেডারেশন এবং ক্লাবেরগুলির বৈঠক নিষ্ফলা

ভারতীয় ফুটবলে জটিলতা অব্যাহত। আইএসএল(ISL) থেকে আই লিগ দুই লিগই কবে শুরু হবে তা অজানা। মঙ্গলবার ছিল  ফেডারেশন ...

রাজ্যে উপ-মুখ্য নির্বাচন কমিশনার: BLO-দের শিখণ্ডি করেই নির্ভুল SIR-বার্তা

একের পর এক অভিযোগ। বিক্ষোভ, প্রাণহানি বিএলও-দের। তারপরেও রাজ্যে এসআইআর-এর গা-জোয়ারি অব্যাহত। সেই নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) খতিয়ে...

২০২৫-এ প্রথমবার: শাহরুখ, অভিষেকের পরে সম্মানের ঝুলি ভরল টম ক্রুজের

প্রাপ্তির হিসাব ২০২৫ সালে এক আসনে বসিয়ে দিল অভিষেক বচ্চন, শাহরুখ খান ও টম ক্রুজকে। চলচ্চিত্র জগতের অন্যতম...

বিশ্বজুড়ে বিভ্রাট: বন্ধ এক্স-এ লগইন

ফের একবার বিশ্বজুড়ে বিভ্রাটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। বিকাল থেকে হঠাৎই বন্ধ হয়ে যায় এই সোশ্যাল মিডিয়া (social...