Saturday, December 20, 2025

দর বাড়িয়ে দিল বিসিসিআই, ম্যাচ পিছু কত টাকা দিতে হবে নতুন স্পনসরকে?

Date:

Share post:

দুয়ারে এশিয়া কাপ (Asia Cup), ভারতীয় দল বর্তমানে স্পনসরহীন। ড্রিম ১১ –র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বিসিসিআই(BCCI)। নতুন স্পনসরের খোঁজ করছে বোর্ড। নতুন স্পনসরের থেকে বেশি মুনাফার লক্ষ্য নিয়েছেন বোর্ড কর্তারা।

কয়েকদিন আগেই ভারতীয় পুরুষ এবং মহিলা দলের নতুন স্পনসরের জন্য সরকারিভাবে বিজ্ঞাপণ দিয়েছে। কিন্তু এবার ম্যাচপিছু আরও বেশি অর্থ ঘরে তোলার পরিকল্পনা করেছে বিসিসিআই। আগের স্পনসরের থেকে নতুন কোম্পানিকে আরও বেশি অর্থ খরচ করতে হবে ।

ভারতীয় বোর্ড স্পষ্ট করে দিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ প্রতি সাড়ে ৩ কোটি টাকা দিতে হবে। পাশাপাশি আইসিসি (ICC) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) টুর্নামেন্টের জন্য প্রতি ম্যাচের জন্য দেড় কোটি টাকা দিতে হবে। ড্রিম ১১ বিসিসিআই-কে দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ প্রতি ৩ কোটি টাকা এবং আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইভেন্টের জন্য প্রতি ম্যাচে ১ কোটি টাকা করে দিত।

যেহেতু সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের পারফরম্যান্স অত্যন্ত ভালো। সেক্ষেত্রে ভালো স্পনসর পেতে অসুবিধা হবে না বিসিসিআইয়ের (BCCI)। তবে নতুন স্পনসর বাছাইয়ের ক্ষেত্রে সাবধানী বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের স্পনসরশিপের দৌড় থেকে একঝাঁক কোম্পানিকে বাদ দিচ্ছে বিসিসিআই। ২০২৫ সালের ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট’ অনুযায়ী, যেসব কোম্পানি রিয়েল-মানি গেমিং, বেটিং বা জুয়া চালায় (যেমন— ড্রিম ১১), তারা আর স্পনসর হতে পারবে না।

আরও পড়ুন: বন্যায় ভাসছে পঞ্জাব, কঠিন সময়ে মানবিক সিদ্ধান্ত প্রীতির দলের

আগ্রহী সংস্থাগুলির ক্ষেত্রে কিছু প্রাথমিক শর্তও দেওয়া হয়েছে। যেমন, শেষ তিন আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার বার্ষিক আয় গড়ে অন্তত ৩০০ কোটি টাকা হতে হবে অথবা শেষ তিন আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার মোট সম্পদের পরিমাণ ৩০০ কোটি টাকা হতে হবে।

spot_img

Related articles

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...

ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

নির্ধারিত সময়ের মধ্যে নদিয়ার তাহেরপুরে সভাস্থলে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতা বিমানবন্দরে (NSCBI...

আগ্রহ নেই মোদির বক্তব্যে, তাহেরপুরে ভোটাধিকার-উত্তর খুঁজতে মরিয়া বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য নদিয়ার তাহেরপুরে ভিড় জমাতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাও মাঠ ভরানো থেকে...

শনির সকালে শীতের হালকা শিরশিরানি, কুয়াশার দাপট জেলায় জেলায় 

বড়দিনের আগে নিজের চরিত্র বদল করেছে শীত। যাকে ঠান্ডা পড়ার আশা জাগিয়েও বছরের শেষ মাসের মাঝামাঝির সময় উর্ধ্বমুখী...