Saturday, December 20, 2025

রইল অর্ধসমাপ্ত ঘর, দেওয়াল চাপা পড়ে মৃত্যু মা ও দুই মেয়ের: পাশে দাঁড়ালেন অভিষেক

Date:

Share post:

বাংলাকে বঞ্চিত করতে বাংলার মানুষের ন্যায্য অধিকার বারবার কেড়ে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তারই খেসারত এবার দিলেন দক্ষিণ চব্বিশ পরগণার এক মা ও তাঁর দুই মেয়ে। মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল তিনজনের। আবাস যোজনায় (Awas Yojana) টাকা না পাওয়ায় ঘর তৈরি হয়নি এই পরিবারের। খবর পেয়েই পরিবারের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার আচনা গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন বৃহস্পতি কর্মকার (৪৩) ও তাঁর দুই মেয়ে শিলা (১৫) এবং প্রিয়া (১০)। ভোরের দিকে হঠাৎ মাটির দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়ে যান তাঁরা। স্থানীয়রা তড়িঘড়ি মাটি সরিয়ে তিনজনকে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়েই মৃতদের পরিবারের পাশে দাঁড়ান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিবারের হাতে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেয়।

আরও পড়ুন: ফেসবুকে SLST চাকরি পাইয়ে দেওয়ার টোপ, গ্রেফতার বিজেপি কর্মী

মথুরাপুরের সাংসদ বাপি হালদার জানান, অভিষেক আমাদের পাঠিয়েছেন মৃতের পরিবারকে আর্থিকভাবে সাহায্যের পাশাপাশি যাতে ওই ঘর সম্পূর্ণ করা যায় তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। ঘটনাস্থলে যান মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদারও। অভিযোগ, কেন্দ্রীয় বঞ্চনার ফলেই এই মর্মান্তিক মৃত্যু। বাংলা আবাস যোজনার (Awas Yojana) টাকা কেন্দ্র তিন বছর আটকে রেখেছে। সময়মতো টাকা এলে এঁদের এভাবে প্রাণ হারাতে হত না। রাজ্য সরকার আবাস যোজনার ঘর করার টাকা দিতে শুরু করায় দুটো কিস্তিতে এক লাখ কুড়ি হাজার টাকা পায় এই পরিবার। সেই টাকায় পাকা ঘর উঠছিল। আর কিছুদিনের মধ্যে কাজ শেষ হয়ে যেত, তার আগেই দুর্ঘটনা। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

spot_img

Related articles

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...