মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি: উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

হুমকি দিয়ে মুম্বইতে হামলার আতঙ্ক তৈরি করেছিল বিহারের ব্যক্তি। হুমকি পাঠিয়েছিল উত্তরপ্রদেশে বসে। পুলিশি তৎপরতায় সেই অভিযুক্তকে গ্রেফতার করা গেলেও আদৌ কতটা নিরাপদ বাণিজ্য নগরী, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একদিকে যেমন প্রশ্ন উঠেছে যে হুমকি এসেছিল, তার সত্যতা নিয়ে। অন্যদিকে, যদি এই হুমকি ভুয়ো হয় তবে বিহারের (Bihar) ওই ব্যক্তি কেন এমন করেছিলেন। যতক্ষণ না এই জট ছাড়াচ্ছে নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে মুম্বইতে। গোটা বিষয়গুলি বিজেপি শাসিত রাজ্যগুলিতে কতটা নিরাপদে ছক কষেছিল, এই গ্রেফতারিতে তা নিয়েও উঠেছে প্রশ্ন।

শুক্রবার মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্য়াপ নম্বরে একটি মেসেজ আসে, যেখানে মুম্বইয়ের ৩৪টি গাড়িতে প্রায় ৪৫০ কেজি আরডিএক্স (RDX) মজুত থাকার তথ্য দেওয়া হয়। সেই সঙ্গে এই বিস্ফোরণ সংঘটিত করতে পাকিস্তান থেকে ১৪ জঙ্গি মুম্বইতে প্রবেশ করার তথ্যও দেওয়া হয়। মুম্বই ট্রাফিক পুলিশের থেকে এই তথ্য পেয়ে তদন্তে নামে মুম্বই পুলিশ। সেই সূত্রে জানতে পারা যায় উত্তরপ্রদেশের নয়ডায় বসে সেই হুমকি দিয়েছিল অভিযুক্ত। তারপরেই সে নিজের মোবাইল ফোন সুইচ অফ করে দেয়।

মুম্বই পুলিশ নয়ডায় তদন্তে এসে স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করে অশ্বিনীকুমার সুরেশকুমার সুপ্রা নামে ওই ব্যক্তিকে। জানা যায় সে আদতে পাটনার বাসিন্দা। পেশায় জ্য়োতিষী ও ব্যবসায়ী। তবে হুমকি মেসেজে যে সংগঠন – লস্কর-ই-জেহাদির নাম সে ব্য়বহার করেছিল, তার আদৌ কোনও অস্তিত্ব রয়েছে কি না তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ মামলায় আত্মসমর্পণের পরই জামিন মঞ্জুর মন্ত্রী চন্দ্রনাথ সিনহার

হুমকি মেসেজ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এই গ্রেফতারিকে বিশেষ সাফল্য হিসাবে দেখছে মুম্বই পুলিশ। এবং প্রাথমিকভাবে তাঁদের দাবি এই মেসেজ নিতান্তই উড়ো বা ভুয়ো। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গোটা বিষয়টি তাদের কাছে পরিষ্কার হবে না, এমনটাও জানানো হয়েছে। তবে মুম্বইতে হামলা চালানো সহজ না হলেও বাণিজ্য নগরীর নিরাপত্তা বিঘ্নিত করার যে ছক বিহারের ব্যক্তি উত্তরপ্রদেশে বসে কষেছেন, তাতে স্পষ্ট বিজেপি শাসিত রাজ্যগুলির নিরাপত্তার গাফিলতি। এই ঘটনার সূত্রে যে ব্যক্তি অশ্বিনীকুমার যে দোকান থেকে সিমকার্ড কিনেছিলেন, সেই ব্যক্তিকেও গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

spot_img

Related articles

আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন জগদ্ধাত্রী পুজোর, অপেক্ষায় কৃষ্ণনগর ও চন্দননগর

উৎসবের মরশুমের শেষ পর্বে বাংলার মানুষ। জগদ্ধাত্রী পুজোর মধ্যে দিয়েই বাংলার এবছরের বড় উৎসবের সমাপন হবে। বুধবার সেই...

পার্কস্ট্রিট হোটেলে দেহ উদ্ধার: ভিন রাজ্য থেকে দুই মূল অভিযুক্তকে পাকড়াও রাজ্য পুলিশের

হোটেলের ঘর থেকে দেহ উদ্ধারের পাঁচদিনের মধ্যে গ্রেফতার খুনে দুই মূল অভিযুক্ত। ওড়িশা (Odisha) থেকে দুজনকে গ্রেফতার করে...

শক্তি খুইয়ে মন্থা এখন গভীর নিম্নচাপ, ৩ মৃত্যুর পরও জারি প্রবল বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি প্রবল ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকে ল্যান্ডফল শুরু করেছিল। অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় চালায় তাণ্ডব।...

জ্ঞানেশের মেয়ে-জামাইয়ের পোস্টিং নিয়ে প্রশ্ন অভিষেকের

রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...