মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি: ১০ লক্ষ টাকায় শুরু হচ্ছে খেলার মাঠের উন্নয়ন

Date:

Share post:

শিক্ষা-স্বাস্থ্য-পরিষেবার পাশাপাশি রাজ্যের মানুষের খেলাধূলার উন্নয়নেও যত্নশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়া জগতের উন্নয়নে তাই খেলা হবে দিবসও ঘোষণা করেছেন তিনি। সেই খেলার মাঠ নিয়েও সমানভাবে যত্নশীল মুখ্যমন্ত্রী (Chief Minister)। আলিপুরদুয়ারের (Alipurduar) খেলার মাঠের উন্নয়নের অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এবার সেই অর্থ বরাদ্দ হল, এবার শুরু হবে উন্নয়নের কাজ।

গত জানুয়ারি মাসের ২২ তারিখ আলিপুরদুয়ার (Alipurduar) প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন খেলার মাঠের উন্নয়ন হবে। যেমন কথা তেমনই কাজ। সেই মাঠের উন্নয়নে ১০ লক্ষ টাকা বরাদ্দ হল, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো শুরু হবে উন্নয়নের কাজ। সেদিনের সভায় ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার-সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক। এর পাশাপাশি ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলার বিধায়ক, রাজ্যসভার সাংসদ-সহ বিভিন্ন পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার জনপ্রতিনিধিরা। ওই বৈঠকেই জেলা ক্রীড়া সংস্থার মেন্টর মৃদুল গোস্বামী মুখ্যমন্ত্রীর কাছে খেলার মাঠ ও তার উন্নয়নের প্রস্তাব রাখেন। মৃদুলবাবুর প্রস্তাব শুনেই মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে মঞ্চ থেকেই জানিয়ে দেন যে, রাজ্যসভার সাংসদের তহবিল থেকে আলিপুরদুয়ারে খেলার মাঠের উন্নয়নের জন্য প্রাথমিক অবস্থায় দশ লক্ষ টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: ভাষা আন্দোলন: আরজিকরের সময় পেরিয়ে প্রথম সমাবেশে ভিড়ে চমকে দিল PHA

সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলেরই এক রাজ্যসভার সাংসদের তাহবিল থেকে দশ লক্ষ টাকা আলিপুরদুয়ার জেলা পরিষদের মাধ্যমে খেলার মাঠের জন্য বরাদ্দ করা হয়েছে। এবার ওই বরাদ্দকৃত অর্থ দিয়ে দ্রুত টেন্ডার করে খেলার মাঠের উন্নয়নের কাজ শুরু করতে চলেছে আলিপুরদুয়ার জেলা পরিষদ। এই বিষয়ে জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামী জানান, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আলিপুরদুয়ারে খেলার মাঠ নিয়ে অনুরোধ রেখেছিলাম। মুখ্যমন্ত্রী তখন কথা দিয়েছিলেন খেলার মাঠের উন্নয়নের অর্থ বরাদ্দ করবেন কোনও একজন রাজ্যসভার সাংসদের তাহবিল থেকে। সেই টাকা বরাদ্দ হয়ে গেছে, এবার দ্রুত কাজ শুরু হয়ে যাবে।

spot_img

Related articles

লক্ষ্মীপুজোর পর রাজ্যে শুরু SIR! কর্মী সংকটে বিপাকে সিইও দফতর

লক্ষ্মীপুজোর ছুটির পরেই সারা দেশে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, পুজোর...

ভোটার তালিকা সংশোধনীতে সর্বভারতীয় প্রস্তুতি! দিল্লি যাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক

দেশজুড়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু করতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে বুধবার দিল্লিতে...

তিস্তার ক্রমবদলানো গতিপথ-ভাঙনে বিপদ! সমীক্ষায় নামছে রাজ্য 

তিস্তার ক্রমবদলানো গতিপথ ও ভাঙনে দিশেহারা উত্তরবঙ্গ। পাহাড় থেকে মেখলিগঞ্জ সীমান্ত পর্যন্ত প্রায় ৯২ কিলোমিটার জুড়ে নদীর স্বাভাবিক...

রাজ্যে কমছে রফতানি, পদ্মার ইলিশের দাম চড়ছে আকাশে

দুর্গাপুজো মানেই ইলিশ ভোজনের আনন্দ। কিন্তু এ বার সেই আনন্দে কষাঘাত। আগের বছরের তুলনায় অনেকটাই কম আসছে বাংলাদেশি...