উষ্ণতা বাড়ছে মহাসাগরের: ভেঙে যাচ্ছে বৃহত্তম হিমশৈল, প্রমাদ গুনছে ভারত

Date:

Share post:

পৃথিবীর তিন ভাগ জল আর মাত্র এক ভাগ স্থল, যেখানে মানুষ থেকে শুরু করে ছোট বড় সব প্রাণী, গাছপালা নিজেদের জায়গা করে নিয়েছে। কিন্তু সেই মানুষ পৃথিবীর বুকে এমন ধ্বংসকার্য চালাচ্ছে যাতে প্রতি বছর ব্যাপক হারে বাড়ছে পৃথিবীর উষ্ণতা। পরিস্থিতি এমন যে উষ্ণতার জেরে এবার ভেঙে গেল বিশ্বের বৃহত্তম আইসবার্গ এ২৩এ (A23a), যে ঘটনাকে অশনি সংকেত বলেই মনে করছেন বিজ্ঞানী ও পরিবেশবিদরা।

আন্টার্কটিকার ওয়েডেল সাগরে (Weddell sea) অবস্থিত এ টোয়েন্টিথ্রি এ (A23a) বিশ্বের সবথেকে বড় হিমশৈল অর্থাৎ আইসবার্গ (iceberg)। এর ওজন এক ট্রিলিয়ন মেট্রিক টন। আয়তন ১,৪১৮ বর্গমাইল, যা রোড আইল্যান্ডের থেকেও আয়তনে বড়। ১৯৮৬ সালে ফিল্চনার রন বরফখন্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে এটিই বিশ্বের সবথেকে বড় আইসবার্গের খেতাব অর্জন করে রয়েছে।

বিজ্ঞানীদের দাবি, এত বেশি সময় ধরে এত বড় হিমশৈল হিসেবে থাকার রেকর্ড আর কোনও হিমশৈলের নেই। এর আগে প্রায় কাছাকাছি আয়তনের দুটি হিমশৈল এ৬৮ (A68) এবং এ৭৬ (A76) যথাক্রমে ২০১৭ এবং ২০২১ সালে ভেঙে যায়। তারপর থেকে এ২৩এ বিশ্বে অপ্রতিরোধ্য। তবে এবার এই দুটি হিমশৈলেরই পরিণতি হতে চলেছে বিশ্বের বৃহত্তম হিমশৈলের।

সম্প্রতি মার্চ মাস থেকে এ২৩এ হিমশৈলের গতিবিধিতে পরিবর্তন দেখা গিয়েছে। মার্চমাস পর্যন্ত আন্টার্কটিকার কাছাকাছি থাকার পর মে মাস থেকে দক্ষিণ আন্টার্কটিক কারেন্টের প্রভাবে বিচ্ছিন্ন হয়ে ভেসে বেড়াতে থাকে। আর তখনই এতে ভাঙন লক্ষ্য করা যায়। এখনও পর্যন্ত এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ হিমশৈলের তকমা যদিও ধরে রয়েছে। তবে আর বেশি সময় নেই যখন সেই তকমাও হারাবে এ২২এ, আশঙ্কা বিজ্ঞানীদের।

আচমকা এ২৩এ-র চরিত্রের পরিবর্তনের কারণ হিসাবে জানানো হচ্ছে দক্ষিণ আন্টার্কটিকের স্রোতের পরিবর্তন ও মহাসাগরের জলের উষ্ণতার বৃদ্ধি। আর এসবের পিছনে যে বিশ্ব উষ্ণায়নই দায়ী, তা বলা বাহুল্য। তবে এটা একটা অশনি সংকেত, দাবি বিজ্ঞানীদের।

আরও পড়ুন: ভুল পরীক্ষাকেন্দ্রে কোচবিহারের চাকরিপ্রার্থী! ২৫কিমি পার করে ত্রাতা পুলিশ

একটি সমীক্ষা বলছে, আন্টার্কটিকা প্রতি বছর কয়েক ট্রিলিয়ন হিমশৈল হারাচ্ছে উষ্ণায়নের জন্য। যার জেরে গলছে হিমশৈল। মহাসাগরে বাড়ছে জল। প্রতি বছর ৩.৭ মিলিমিটার করে জল বাড়ছে সমুদ্রের। এই জলের পরিমাণ শুনতে কম হলেও আদতে আমাদের মুম্বই বা চেন্নাইয়ের মতো শহরকে ডুবিয়ে দিতে যথেষ্ট। যার প্রতিফলন এবারেও দেখা গিয়েছে ভারতে। প্রবল বন্যা মুম্বই শহর তো দেখেছেই, ঠিক এই মুহূর্তে বিপদসীমার অনেক উপর দিয়ে বয়ে রাজধানী দিল্লিকে ভাসিয়ে দিয়েছে যমুনা। পঞ্চনদের দেশ পঞ্জাব ও তার উপরে হিমাচলপ্রদেশ বা জম্মু ও কাশ্মীর এবছর বন্যার কবলে। এমনকি রাজস্থানের বিস্তীর্ণ এলাকা বানভাসি, যা ভারতের জন্য অশনি সংকেত।

spot_img

Related articles

শ্রীলঙ্কা-বাংলাদেশের পরে নেপাল! একই কায়দায় আন্দোলন, গণ অভ্যুত্থানের আশঙ্কায় ওলি সরকার

ভারতের প্রতিবেশী ৩ দেশ- শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল (Nepal)। প্রথম দুটিতে গণঅভ্যুত্থান হয়েছে ইতিমধ্যেই। এবার নেপালে আছড়ে পড়েছে জনরোষ।...

ভারত-পাক ম্যাচ পরিচালনার দায়িত্বে কে? আম্পায়ারের নাম শুনলে চমকে যাবেন

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে  এশিয়া কাপ (Asia Cup)। আগামী ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ( IND vs PAK) মেগা ম্যাচ।...

মঙ্গলে উপরাষ্ট্রপতি নির্বাচন: থাকবেন তৃণমূলের ৪১ সাংসদ, সোমে সংসদে মক পোল

মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন। বিরোধীদের জোট শিবিরের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ভোট দিতে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার মোট ৪১...

সুপার কাপ নিয়ে ক্লাবদের চিঠি, কী জানতে চাইল এআইএফএফ?

আইএসএল (ISL) নিয়ে জট এখনও কাটেনি। সুপ্রিম কোর্টের ( Supreme Court) নির্দেশের পরেই আইএসএল নিয়ে উদ্যোগী হয়েছে এআইএফএফ...