আগামী কয়েক সপ্তাহ পরেই বিসিসিআইয়ের (BCCI) এজিএম। কিন্তু তার আগে আর্থিক দুর্নীতি কাণ্ডে ভারতীয় ক্রিকেট বোর্ডকে নোটিশ পাঠাল উত্তরাখণ্ড হাইকোর্ট (UK High Court)। কলা কেনার জন্য ৩৫ লক্ষ টাকা খরচ করেছে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থা! এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

দেহরাদূনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার বিরুদ্ধে মামলা করেছিলেন।২০২৪-২৫ অর্থবর্ষের হিসেবকে সামনে রেখে তদন্তের আবেদন করেছিলেন। মামলাকারীরা উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার অডিট রিপোর্ট তুলে ধরেছে। সংস্থার বাইরের এক চার্টার্ড অ্যাকাউন্টের দ্বারা তৈরি করা রিপোর্টে নাকি ৩৫ লক্ষ টাকা খরচের হিসেব দেখানো হয়েছে।

পাশাপাশি ক্রিকেট সংস্থার অডিটে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ৬.৪ কোটি খরচ দেখানো হয়েছে। প্রতিযোগিতা আয়োজনের জন্য খরচ হয়েছে ২৬.৩ কোটি, যা গত অর্থবর্ষের থেকে চার কোটি টাকা বেশি।

ক্রিকেটারদের কলা কেনার জন্য খরচ করা হয়েছে ৩৫ লক্ষ টাকা। দেরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত ও আবেদনকারীরা আদালতে অভিযোগ করেছেন, খাবার এবং খেলোয়াড়দের প্রতি খরচ খাতে কোটি কোটি টাকা তছরূপ করেছেন উত্তরাখন্ড সংস্থার কর্তারা।উত্তরাখন্ড ক্রিকেট সংস্থাকে প্রতি বছর টাকা দেয় ভারতীয় বোর্ড। সেই টাকা এ ভাবে নয়ছয় করতে দেওয়া যায় না।

আরও পড়ুন: পুরো দল না পেয়েও সম্মানজনক ফল, খালিদে আস্থা রাখছেন মানস-দীপেন্দু

উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, রাজ্যস্তরের প্লেয়ারদের জন্য যে ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা একেবারেই বরাদ্দ হয়নি। মামলাকারীদের বক্তব্য শোনার পর আগামী শুক্রবার ফের শুনানি হবে বলে জানিয়েছে উত্তরাখণ্ড হাই কোর্ট।

–

–

–

–