ব্যক্তিগত আক্রোশের জেরেই খুন হতে হল একাদশ শ্রেণির ছাত্র মনোজিৎ যাদবকে (Manojit Yadav)! দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বচসার জেরে পড়ুয়া খুনের ঘটনায় অভিযুক্ত রানা সিং (Rana Singh) গ্রেফতার হতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বাগবাজার হাই স্কুলের ছাত্র মনোজিৎ যাদব ও রানা সিং একই কোচিং সেন্টারে পড়াশোনা করতেন। সেখানেই এক কিশোরীকে ভালো লেগে যায় দুজনের। এখান থেকেই শুরু হয় যত সমস্যা। সূত্রের খবর রানা তাঁর বান্ধবীর সঙ্গে মনোজিতের পরিচয় করানোর পর থেকেই নাকি আলমবাজারের পড়ুয়া নানাভাবে উত্তপ্ত করা শুরু করেন ওই মেয়েটিকে। মনোজিতের এই ধরনের ব্যবহার কোনওভাবেই মেনে নিতে পারেননি রানা। আর এই নিয়েই মেট্রোর মধ্যে প্রথমে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। তারপর সহপাঠীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন রানা। পরিবার নিয়ে পালানোর সময় শুক্রবার রাতেই হাওড়া স্টেশনে ধরা পড়েন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ত্রিকোণ প্রেম এবং সেখান থেকে তৈরি হওয়া আক্রোশের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।

–

–

–

–

–

–

–

–

–