টলিউড তারকা অঙ্কুশ হাজরাকে নোটিশ পাঠানোর পরে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ রাজ্যের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় বাংলার তারকাদের একের পর এক নোটিশের পথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তবে প্রথমে অঙ্কুশ ও তারপর মিমি। দুজনেই আসন্ন ছবি রক্তবীজ-২-এর (Raktabeej-2) শিল্পী। তাই ছবি মুক্তির আগে প্রোমোশনের অঙ্ক তলবের সঙ্গে কতটা জড়িত, রসিকতা রাজনৈতিক মহলে।

একটি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় সম্প্রতি ইডি তলব করেছিল অঙ্কুশকে (Ankush Hajra)। এবার ইডি-র দিল্লির অফিসে তলব করা হল টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। সেই সঙ্গে তলব করা হয়েছে বলিউডের অভিনেত্রী ঊর্বশী রৌতেলাকেও (Urvashi Rautela)। ইতিমধ্যেই এই মামলায় বলিউডের প্রায় ৩০ জন অভিনেতা, অভিনেত্রীকে তলব করা হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন মিমি। সোমবার তাঁকে দিল্লিতে ডাকা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ডাকা হয়েছে ঊর্বশীকে।

আরও পড়ুন: ভোটমুখী অসমে উদার মোদি: ঘোষণা ১৮ হাজার কোটির প্রকল্প

প্রাক্তন তৃণমূল সাংসদকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি করেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও ছবির প্রোমোশন নিয়ে একটি সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। তিনি জানান, আইন আইনের পথে চলবে। নোটিশ নিয়ে আমি বলার কেউ নই। তবে রক্তবীজ-২ ছবির প্রমোশনে সাহায্য করার জন্য বাংলা ছবির দর্শকের তরফ থেকে এজেন্সিকে ধন্যবাদ। শিবুরা (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) তো ইভেন্টের জন্য নানা সংস্থাকে নামিয়েছে। কে জানে বাবা কার কী কৌশল! ছবি সুপারহিটের পর মিমিও ওদের ধন্যবাদ দেবে।

–

–

–

–

–

–