Saturday, December 6, 2025

যাদবপুর-আরজি কর ইস্যুতে কেন নীরব অভয়ার বাবা-মা? প্রশ্ন কুণালের

Date:

Share post:

অভয়া-কাণ্ড, যাদবপুরের ছাত্রী মৃত্যু ও সম্প্রতি ডাক্তারি পড়ুয়ার খুনের ঘটনায় আন্দোলনকারীদের একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সোমবার হাওড়া পুরসভার টাউন হলে ‘তৃণ-অঙ্কুর’ আয়োজিত এক বিতর্কসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অভয়ার মৃত্যুর পর যারা রাত জেগে আন্দোলন করেছিলেন, তারা এখন কোথায়? আরজি করে এক ডাক্তারি পড়ুয়া ছাত্রী খুন হলেন, এক ছাত্র গ্রেফতার হলেন। যাদবপুরের মেধাবী ছাত্রীর মৃত্যুতেও খুনের অভিযোগ দায়ের হয়েছে। এখন তো সেই বিপ্লবীরা কোথাও দেখা যাচ্ছে না। কেউ সিনেমার প্রচারে, কেউ কাশের বনে ঘুরে বেড়াচ্ছেন।” কুণাল কটাক্ষ করে আরও বলেন, “অভয়ার বাবা-মাকে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে অতিথি শিল্পী করে তোলা হয়েছিল। কিন্তু আজ তাঁদের পাশে গিয়ে দাঁড়ানোর কথা কারও মনে হচ্ছে না?”

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল। তাঁর কথায়, “ভোট এলেই প্রধানমন্ত্রী নানা ছুতোয় বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু করেন। কখনও রাজনৈতিক, কখনও প্রশাসনিক বক্তৃতা দেন। কিন্তু এর কোনও প্রভাব বাংলায় পড়বে না। বাংলার মানুষ ওঁদের প্রত্যাখ্যান করেছেন।”

কুণাল অভিযোগ তোলেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষকে বারবার হেনস্থা করা হচ্ছে। তিনি বলেন, “এই রাজ্যের ২২ লক্ষ মানুষ চাকরির জন্য বাইরে থাকেন। আবার অন্য রাজ্যের দেড় কোটি মানুষ এখানে থাকেন। আমরা মিলেমিশে থাকলেও বাংলাভাষীরা অন্য রাজ্যে গেলে বিজেপির শাসনে তাঁদের আক্রমণের শিকার হতে হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাই।” ‘তৃণ-অঙ্কুর’-এর এই বিতর্কসভায় এদিন বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – নারী শক্তিকে সম্মান! ফুলবাগানে সর্বজনীন দুর্গোৎসবের দায়িত্বে মহিলারা

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...