কেন্দ্রের সরকার বাংলাকে সব প্রকল্প থেকে বঞ্চিত করতে করতে বরাদ্দের ঝুলি প্রায় শূন্য করতে চলেছে। বকেয়ার দাবি নিয়ে আদালতের বক্তব্যেও কর্ণপাত করছে না কেন্দ্রে মোদি সরকার। অথচ বাংলায় ২০২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে বাংলার মানুষের মন পেতে এবার কেন্দ্র সরকারি কর্মীদের (central govt employee) হাত করার চেষ্টা কেন্দ্রের সরকারের (Central Government)। পুজোর আগেই বেতনের ঘোষণা করা হল কেন্দ্রের তরফে।

কেন্দ্র সরকারের তরফে একটি নির্দেশিকায় জানানো হল, সেপ্টেম্বরেই আসন্ন বাংলায় দুর্গাপুজো (Durgapuja) ও দশেরা (Dussera)। তাই বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আগাম বেতনের ঘোষণা কেন্দ্রের। চলতি মাসের শেষে দুর্গাপুজোর আগেই হাতে সেপ্টেম্বরের বেতন (salary) পেতে চলেছেন বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীরা (central govt employees)। ২৬ সেপ্টেম্বর বাংলার কর্মীদের বেতনের ঘোষণা করা হল, বাংলার ভোট ব্যাঙ্ককে নজরে রেখেই।

আরও পড়ুন: হাসপাতালের মধ্যে ধর্ষিতা স্বাস্থ্যকর্মী: অভিযোগ পেয়েই গ্রেফতার মূল অভিযুক্ত

কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বরই দিয়ে দেওয়া হবে সেপ্টেম্বরের বেতন। বেতনের পাশাপাশি ওই দিন পেনশনও (pension) দিয়ে দেওয়া হবে অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে। তার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। সেক্ষেত্রে এটিকে অগ্রিম বেতন হিসাবে ধরা হবে। মাসের শেষে এই বেতনের অঙ্ক পরবর্তী বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়ার ঘোষণা করা হয়। এই সংক্রান্ত নির্দেশ সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকেও দেওয়া হয়েছে বলে নির্দেশিকায় জানানো হয়।

–

–

–

–

–
